
মানুষ দেখেছি
চিনেছি
কাছের দূরের
ভেতর বাহিরের
কাউকে পাইনি যে ছিল হৃদয়ের !
ও নিয়ে আফসোস নেই অত
অবাক হওয়ার মতো ব্যাপার নয় তো।
ডানা ঝাপটিয়ে যে পাখি উড়ে
ওর সনে মিথ্যে ভাব জমাবার চেষ্টা করি
ভেসে যায় একলা যে ফুল
ওকে বাঁচাতে জলে নেমেছি
লাভ হইনি তেমন
কেউ থাকেনি পাশে অমন
চুমু খেয়েছে যে নির্বিচারে
হারিয়ে গেছে সে স্রোতের টানে
সবাই টান সইতে পারেনা
এ এক নিরেট সত্য
যা মানতে হচ্ছে কষ্ট ।
মানুষ হতে পেরে মজা শুধু এই পেয়েছি
দ:খ পুষে হাসি
ভালো আছি
ভালো আছি
শব্দ দুটি টু-লেটের মতো ঠোঁটে ঝুলিয়ে রেখে
জান মাল সমস্তটুকু নিয়ে
বারবার সেই ভুল দুয়ারের কড়া নাড়ি।
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০২৩ দুপুর ২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




