আমি হয়তো বেশীদিন বাঁচব না
কেমন জানি ভেতরের নদীটি মরে যাচ্ছে
এক এক করে কমছে সকল জোয়ার
চারপাশে ভাটার টান
ঢেউ এর দাপাদাপি ফুরিয়ে গেছে
উহ !
নিরুত্তাপ উদাসীনতা কুরেকুরে খাচ্ছে দিনকে দিন।
নেই সুরুজ ডোবা সন্ধ্যা
এমনকি চারপাশ ফর্সা করা ভোর
ভিতরের রং টা
খুব টকটকে লাল হতে পারতো
কিন্তু
কেমন যেন ফ্যাকাশে
অনেকটা মরে পড়ে থাকা কোরবানির পশু !
আমি তোমাকে প্রেমের নানান বার্তা দেই
নানানভাবে তোমাকে ভাসিয়ে নিয়ে যাবার কথা বলি
আটকানোর নতুন নতুন ফাঁদ পাতি
কোনটাই কাজে আসে না
টুকরো হতে হতে
মোড় ঘুরিয়ে চলে গেছি অন্যদিক।
আমাকে আর ফেরাতে পারবে না
আমিও ফিরতে চাইনা
কি লাভ অত প্রেম চেয়ে?
কি লাভ অত জ্বলে?
একসময় সব নিভে যায়
হাওয়ায় মিশে আতর গোলাপ।
আমার এমন কোন মুহুর্ত নেই
যেখানে তুমি
বা
তোমার উপস্থিতি নেই
একটু খেয়াল করলে টের পাবে
তুমি সত্যি
ওসব বুঝতে চাও না
আমিও বুঝি
গন্তব্য দুজনের দুদিক।
আর বলব না ,
চলো এক সাথে হাঁটি গোধূলি সন্ধ্যা
একটু আড্ডা
চোখে চোখে কত কথা
তোমার লিপিস্টিকের দাগ কাপে
শুধু এটুকু বলে যাই শেষ বেলা
তোমার চুলে আংগুল খেলা
ঠোঁট বন্দি অসমাপ্ত প্রেম
থাকুক না মনের সিন্দুকে তোলা।
আর তোমার কন্ঠস্বর
আমি একা
আমি একা
রইল এই শুন্য চর।
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০২৪ বিকাল ৩:১৭