
দু:খকষ্ট গুলো
চারপাশে পোষা বেড়ালের মতন ঘুরে বেড়ায়
কখনো পায়ের সাথে ধাক্কা খায়
কখনো কোলে বুকে আঠার মতো লেগে ঘুমিয়ে পড়ে
কিন্তু কখনো ছেড়ে যায় না
অথচ কতো কাছের মানুষ
কতো আপন মানুষ ছেড়ে গেছে নানান ছুঁতায়
ছেড়ে যেতে পারলে সকলে বাঁচে
আসলেই কি?
দু:খকষ্ট গুলো
এখন মস্ত বড় বৃক্ষ
ওর ডালপালা গজিয়েছে
এতো বান তুফান ,বৃষ্টি জল
মিটিং মিশিল, নির্বাচন
কোন কিছুই এক চুল হেলাতে পারে না
এতোটাই ওর শেকড় মজবুত
ছেড়ে যাবে না কোথাও নিয়েছে এমন শপথ
আমি ওর ডাল
খালি দেখি বারো মাস
সব ঋতুতে একই মুখ
ফুল পাখি কিছুই আসে না
তবু্ও কি সুখী
কি অদ্ভুত !
দু:খকষ্ট গুলো
যেদিন থেকে হয়ে উঠল নিত্যদিনের সাথী
সেদিন থেকে আমি নই একাকী
কত খুনসুটি
কত রাগ গোসসা
আদর চুমু
শেষমেশ দুজনের এক হওয়ার গোপন চুক্তি
ও আর আমি চমৎকার করে চলেছি সংসার
যদিও লোকে বলে ,
আমার সব ছারখার !
উপায় নেই বাঁচবার
লোকের কথায় দেইনি কোনকালে কান
দু:খকষ্ট গুলো প্রিয়তমা
আমার জান প্রাণ।
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০২৪ বিকাল ৩:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



