
গলা টিপে ধরবে
তবু ঠোঁট দিয়ে ঠোঁট চেপে ধরবেনা একবারও
অথচ
আমি উপরের দ্বিতীয় বাক্যটি সত্য হবে ভেবে
নিভে যাচ্ছি
যেন সকাল সন্ধ্যার জ্বলজ্বল ধুপ কাঠি।
প্রেমের খিদে ভয়ানক
যা লেগেই থাকে
এ স্বাভাবিক নিয়ম
অবশ্য আমি এ একটি নিয়ম বাদে
অন্য কোন নিয়মে বন্দী থাকিনি কোনদিন
হাওয়া আর রোদ চড়া দুপুরে
রোজ অলস ঘুঘুর মতন ডেকে তোমায় ক্লান্ত হচ্ছি।
তোমাকে নিয়ে কবিতা লেখার কাজটা ভালো হয়
অন্য সব কাজ মন্দ
তাই অনেকে বেকার কয়
আমি এ অসহায়ত্ব মেনে নিয়েছি
তুমি পাতা হও
ছায়াবীথি হও
ফুল হও
ভোরের পাখি
কেউ তো জানে না
আমার শূণ্য আকাশে
কেবল তুমিই একমাত্র তারকারাজি।
তুমি,
হ্যাঁ ,তুমি
আঁধার খুঁড়ে ভোর এনে দাও
আমার কবিতা ভেঙে ফেলে তোমার নীরবতা
জানিয়ে দেয় ,
ধু ধু একটা দুপুর একান্ত তোমার হয়ে
ফুরিয়ে গেল তোমার কোল ঘেঁষে
যা বড্ড বেশী সত্যি।
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০২৪ বিকাল ৩:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




