"আমার মাথা নত করে দাও হে তোমার চরণও ধূলার তলে
সকল অহংকার হে আমার ডোবাও চোখেরও জলে
আমার মাথা নত করে দাও হে তোমার চরণও ধূলারও তলে
নিজেরে করিতে গৌরবও দান
নিজেরে কেবলই করি অপমান
নিজেরে করিতে গৌরবও দান
নিজেরে কেবলই করি অপমান
নিজেরে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘেরিয়া ঘুরি পদে পদে
আমার মাথা নত করে দাও হে তোমার চরণও ধূলারও পরে
আমারে না যেন করি প্রচার ,আমারও আপনও কাজে
তোমারি ইচ্ছা করহে পূর্ণ আমারও জীবনও মাঝে
যাছি হে তোমার চরমও শান্তি,পরানে তোমার পরমও কান্তি
যাছি হে তোমার চরমও শান্তি,পরানে তোমার পরমও কান্তি
আমারে আড়াল করিয়া দাড়াও হৃদয়ও পদ্মদ্বারে
আমার মাথা নত করে দাও হে তোমার চরণও ধূলার তলে
সকল অহংকার হে আমার ডোবাও চোখেরও জলে
আমার মাথা নত করে দাও হে তোমার চরণও ধূলারও তলে "

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






