আপনি কি একজন নিয়মিত কম্পিউটার ব্যাবহারকারী?
কম্পিউটারে কাজ করবার সময় দৃষ্টি জনিত কোন ধরনের সমস্যার সম্মুখীন হন?
তাহলে আপনি কম্পিউটার ভিশন সিন্ড্রোমে আক্রান্ত......
কম্পিউটার ভিশন সিনড্রোম এর উপসর্গ গুলো নিম্ন রুপ-
চোখ ব্যাথা
ঝাপসা দেখা
মাথা ব্যাথা
চোখে জ্বালাপোড়া করা
ঘাড় ও কোমর ব্যাথা
আমি এই গতবছর আগস্ট থেকে কম্পিউটার ভিশন সিনড্রোম নিয়ে এক বছর ব্যাপী একটি গবেষণা করছি এবং এই রোগে আক্রন্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছি।তাই,আপনারা যারা এই রোগে আক্রান্ত তাদের জন্যে আগামীকাল ২২ই জানুয়ারী থেকে ৩০শে এপ্রিল পর্যন্ত ফয়েজ লেকস্থ চট্টগ্রাম চক্ষু হাসপাতাল বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হবে।তবে এই ক্ষেত্রে ১টি শর্ত আছে-
আপনাকে হাসপাতালের টিকিট করতে হবে কেননা টিকিট বিহীন কোন রোগীকে আমি গবেষণায় অন্তভূক্ত করতে পারবোনা
টিকিটের টাকার বাইরে আপনার যত ধরনের পরীক্ষা নিরীক্ষা লাগবে(নুন্যতম ১৫০০টাকার)তার সবই বিনামূল্যে করে দেওয়া হবে।
এই রোগ সম্পর্কে আরও জানতে নিচের লিংকে ক্লিক করুন-
কম্পিউটার ভিশন সিনড্রোম
যোগাযোগ করুন
মাহবুবুর রহমান
চট্টগ্রাম চক্ষু হাসপাতাল
ফোন-০১৯২০০০৫৪৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






