প্রিয় বন্ধু,পারলামনা তোমাকে শুভেচ্ছা জানাতে
পারলামনা বলতে-হে বন্ধু,শারদীয় শুভেচ্ছা
আর কিভাবেই বলবো বল?তোমার ঘরে
আজ হিংস্র হায়েনা ও ধূর্ত শিয়াল আসর জমিয়েছে
জানি এতে তোমার আর্থিক লাভ হচ্ছে
কিন্তু অন্ধকারে নিমজ্জিত হবে দেশ।
আমি শারদীয় শুভেচ্ছা জানাই তাদেরকে
যারা সম্প্রীতির মেলবন্ধন তৈরিতে সর্বদা সচেষ্ট
যারা সকলেই মনে করে,-আমরা মানুষ
আমরা বাঙালী,আমরা হিন্দু
আমরা বৌদ্ধ, আমরা মুসলমান।
প্রিয় বন্ধু, সারা জীবন যাদের দেখেছি কাল নাগিনীর দোসর রুপে
ওইসব জানোয়ার,যারা কিনা পাকিস্থানী প্রেতাত্মার বংশধর
তাদের তুমি দলে স্থান দিয়েছো
দিয়েছো ক্ষমতা।
আর আজ ওরাই শকুনদের ডাকছে
চাইছে বাংলাকে শ্মশানে পরিণত করতে।
তুমি কি বন্ধু আমার?
বন্ধু এ দেশের?
আমি ধিক্কার জানাই সাকির মত রাজনীতির নঃপুংশক যারা
আর তাদের, যারা গলা ফাটিয়ে বলছে,-ধর অন্যায়কারীদের
আর অপরাধী ধরা পড়লে মানবিকতার গান জুড়ে দেয়
ঘৃণা জানাই ওইসব মুখোশধারীদের।
আমি প্রতিবাদ করছি,-হত্যার
আমি প্রতিবাদ করছি,-অগ্নি সংযোগ আর ভাংচুরের
আমি প্রতিবাদ করছি,-পরিচয় প্রদানের ধরণে-
সংখ্যালঘু পরিচয় দানে,
আমি প্রতিবাদ করছি তাদের কর্মকান্ডে-
যারা দেশ রেখে বিদেশে বিচার চায়।
আমার ঘৃণা বর্ষিত হোক তাদের উপর
যারা লাশের উপর দিয়ে
যেতে চায় ক্ষমতার মসনদে।
রুহীগাঁও
১৬/১০/২০২১
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০২১ রাত ১:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




