
গল্পগুলি একদিন প্রকাশিত হয়।প্রকাশিত হয় তোমার কাছে,আমার কাছে।শতাব্দীর পর শতাব্দী তাদের
পরিচালিত রাজনৈতিক ধাঁধা আর কূটকৌশল আমরা বুঝতে শিখেছি,- তবে অল্প অল্প!
কাদের কথা বলছি? বলছি ওই শোষকদের কথা,ওই উপনিবেশ স্থাপনকারীদের কথা।তাদের বহুল প্রচারিত
সংবাদপত্রের কথা।ওই যে ইংরেজ বেনিয়াগোষ্ঠি ভারতীয় উপমহাদেশে পা দিয়েছিল বণিকের ছদ্মবেশে
তারাই একদিন শাসকে পরিণত হয় স্থানীয়দের একতার অভাবে।দু’শ বছর রাজত্বের শেষে উপহার
স্বরুপ দিয়েছিল হিন্দু-মুসলিম দাঙ্গা,একদল শিক্ষিত চাকর,কতিপয় মেরুদন্ডহীন রাজনীতিবিদ।আরও
দিয়েছিল চাকর মানসিকতা নামক দূরারোগ্য ব্যাধি।যে রোগে আক্রান্ত হয়ে দেশে শিক্ষিত হয়ে পারি দেয়
ইউরোপ-আমেরিকায়।এই ব্যাধিতে আক্রান্ত যারা তারা কখনও উদ্যোক্তা হতে চায়নি,চেয়েছে শুধুই
চাকর হতে।
মধ্যপ্রাচ্য হতে মধ্য এশিয়া,পূর্ব এশিয়া হতে আফ্রিকা-আর কতদিন শোষণ করবে ওই নিষ্ঠুর জল্লাদরা?আর কতদিন? কতদিন তারা দেশের পর দেশ ধ্বংস করবে,লুটতরাজ করবে,চুরি করবে,করবে
শোষণ,- পশ্চিমা ধাঁচের গণতন্ত্রের কথা বলে,মানবিকতার নামে সমকামীতার মত জঘন্য সামাজিক ব্যাধিকে উপস্থাপন করে,ডলারের আধিপত্যের মাধ্যমে,পশ্চিমা মিডিয়ার অবাধ বিচরণের মাধ্যমে।
এইতো কিছুদিন আগে পশ্চিমা মিডিয়ার এক মামদো ভূত দক্ষিণ আফ্রিকায় প্রশ্ন করেছিল-“আপনারা
কেন পুতিনকে স্বাগত জানাবেন যার বিরুদ্ধে আইসিসি তদন্ত করছে? উত্তরগুলি সুনামী হয়ে
আছড়ে পরে পৃথিবীর বুকে,-তোমরা কি ব্যবস্থা নিয়েছো টনি ব্লেয়ারের বিরুদ্ধে?বুশ ও ওবামার
বিরুদ্ধে?তোমরা জঘন্য অপরাধ করেছো আফগানিস্থানে,সিরায়া,ইরাক আর লিবিয়ায়।আজকাল
পশ্চিমা মিডিয়ায় কোন সাংবাদিক নেই আছে বৃটিশ গোয়েন্দা আর সিআইএর এজেন্ট।যারা সত্যকথা
বলতো তাদেরকে পশ্চিমা মিডিয়া থেকে বের করে দেওয়া হয়েছে।
ওই তো ইউক্রেন ,-পশ্চিমা মিডিয়া যেখানে পড়ে আছে এক ভাঁড়কে নিয়ে যেন পুতল
নাচের জমজমাট আসর।ইউক্রেনবাসীর কি হবে,কেন এথনিক রাশিয়ানদের হত্যা করা হচ্ছিল
পশ্চিমাদের পুতুল সরকারের মাধ্যমে, সেসব নিয়ে তাদের কোন মাথাব্যাথা নেই।
দেখ বাংলাদেশে এক আমেরিকান কোম্পানী আছে যারা মূলত পশু খাদ্যের উপাদান সোয়াবিন বিক্রয় করে।তারা কিন্তু কখনও বলেনা –সোয়াবিন নেবেন, সোয়াবিন।তারা বলে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করুন।আর সোয়াবিনযুক্ত উচ্চমানের সেই খাবার মাছকে দিন।
তোমরা শুনছো কি পশ্চিমাদের গান-সুষ্ঠ নির্বাচন দরকার,মানবাধিকার দরকার,গণতন্ত্র দরকার।আমি কিন্তু শুনছি-আফ্রিকার হীরা দরকার,ইউক্রেনের রেয়ার আর্থ মেটেরিয়াল দরকার,মধ্যপ্রাচ্যের তেল দরকার,বাংলাদেশের ভৌগলিক অবস্থান দরকার।আর দরকার অস্ত্রের অবাধ ব্যবসা।
নাটোর
২০/০৬/২০২২
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৭:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




