
আকাশী নীল আবছা আলোয়,
খুব সহজ কি জীবনের ঠিক বেঠিক নির্ণয় ?
তুমি হাঁটছো যে পথে, সেই গন্তব্য যে আমারো হবে
বলো কতটুকু সত্যতা আছে এই ভাবনায় ?
বিশাল দিন শেষে তুমি রাত্রিতে আছো,
আমার সকাল যে তখনও বাকি ।
শীতের শেষে তুমি বসন্তের সুরভী মাখো,
আমার গ্রীষ্মের প্রখরতা তখনও খাঁটি ।
জন্ম-মৃত্যুর সময়ক্ষন-ই যদি না থাকে, এক সাথে নিধারিত
তবে একই পথে চলতে না পারায়, মনে কিসের এত দৈন্য?
আলোর বেগের আগেও নয়, ইহজাগতিক পৃথিবীর অন্তেও নয়
মিলন হবে প্রাপ্তির সাথে বিধাতার বিধান, লিখিত ঠিক যখনটায় !
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




