সামু থেকে অনেক দিন দূরে ছিলাম। দূরে ছিলাম বলতে পোস্ট দেয়া থেকে বিরত ছিলাম। কিন্তু দূরে থাকতে পারিনি। মাঝে মধ্যেই প্রিয় এই অঙ্গনে এসে ঢু মেরেছি। জন্মভূমি থেকে কি দূরে থাকা যায়? সামু যে সুরঞ্জনার জন্মস্থান। তাই সামুর প্রতি প্রচন্ড দুর্বলতা সব সময়ই কাজ করেছে। সামু বন্ধ হবার খবরে আর সবার মত আমিও ভিষন কষ্ট পেয়েছি। কষ্ট পেয়েছি জানা, আরিলের জন্য। আমি জানি তো এই ব্লগটা এই দুজন মানুষের কাছে কতটা প্রিয়। কিন্নরীর মত এই ব্লগটাও তাদের আরেকটি সন্তান। এই ব্লগের জন্য তাদের উদ্গ্রীব, উৎকন্ঠা আগেও দেখেছিলাম। এবারও দেখেছি। আজ ছিলো আমার ছোট বোনের জন্মদিন। এবারের জন্মদিনে বোনটি আমার মতই সংগীহারা। জন্মদিনে স্বাড়ম্বড়ে তাকে শুভেচ্ছা জানানোর মত বুকের পাটা আমার ছিলোনা। তাই ভাবছিলাম কি করা যায়। হঠাৎ মনে হলো - সেদিন বোন বলছিলো, - আহা! থালায় রকমারি ভর্তা দিয়ে যদি পেট ভরে ভাত খেতে পারতাম! ডায়েটিং এর চক্করে আজকাল তো মানুষের স্বাধ মিটিয়ে ভাত খাবার শখ জলাঞ্জলি দিতে হয়েছে। ভাবলাম দেখি ওকে সারপ্রাইজ দিতে পারি কিনা!
অনেক দিন সুরঞ্জনার উন্দালে পা রাখিনা। আজ নিজের হাতে সব কাটা-বাছা করে রান্না করলাম। দাদার স্মৃতি শত বছরের পুরনো কাসার থালাটা মেজে ঘষে সাজিয়ে নিলাম। ভাত, পটল ভাজা, আলু ভর্তা, ডাল ভর্তা, তি্ল,তিসি,কালোজিরে মিশিয়ে ভর্তা, ইলিশ মাছ ভাজা, ঝিঙ্গে দিয়ে ইলিশের পাতলা ঝোল, মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশের মাথা, ল্যাজার ছ্যাঁচড়া। সব গুছিয়ে ঘরে এসে ফ্যানের নিচে জিরোতে বসে ফেসবুক গুঁতাতে গিয়ে চোখে পড়লো আমাদের হামার পোস্ট। সামুতে সে ঢুকতে পেরেছে। দেখেই তাড়াতাড়ি মোবাইলে চেষ্টা করতেই ঢুকতে পারলাম। ইয়াহু! আনন্দে তাড়াতাড়ি হামার পোস্টে জানালাম। বোন স্কুল থেকে ফিরে আয়োজন দেখে খুবই আনন্দিত, বিস্মিত হলো। তাকেও জানালাম আজ আমার ডবল খুশীর দিন। বোনের জন্মদিন আবার আমার প্রিয় সামুরও নতুন জন্ম হলো। বিকেলে ব্লগে ঢুকতে গিয়েই বিপত্তি! ব্লগ আমাকে কিছুতেই ঢুকতে দিচ্ছেনা। সে আমাকে ভুলে গেছে। জাদিদকে জানালাম সমস্যার কথা। অবশেষে সব সমস্যার সমাধান শেষে প্রিয় অংগনে প্রবেশ করলাম। জানি দীর্ঘ দিন পরে স্বদেশের মাটিতেও অনেক নতুন মুখের ভীড়ে নিজেকে মানিয়ে নিতে হয়তো কিছুটা অসুবিধা হবে। তবুও নিজের পরিবারে ফিরতে পেরে আজ আমি ভিষন আনন্দিত। আর সে আনন্দ প্রকাশ করতে একটি পোস্টই লিখে ফেললাম। আশা করি পরিবারের পুরনো সদস্যদের পাশাপাশি নতুনদের সহযোগিতা, ভালবাসা পাবো। সব্বাইকে অনেক অনেক ভালবাসা। ভালো থাকুক আমার প্রিয় পরিবার, পরিবারের সকল সদস্য!
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৪