somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি ছোট গল্প বা ঘটনা

২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাল টা ২০১২ এর last এর দিকে। comilla টু
dhaka যাব। এক টা exam আছে। সকাল সকাল ই
bus a উঠে গেলাম শাসন গাছা থেকে।

আমি bus এ অহরহ ই যাতায়াত করি। but
আফসুস এক যায়গা তে থেকেই যায়। friend দের
কাছ থেকে শুনি bus নাকি তাদের পাশে প্রায় ই
সুন্দরি ললনা বসে,তাও আবার যেই সেই না high
class type। তাদের
কথাগুলো ভুয়া ভুয়া বলে উড়িয়ে দিলেও মনের
সুপ্ত বাসনা গুলো ডুকরে উঠত। bus ছাড়ার ৫min.
আগে একটি মোটামোটি ললনা type মেয়ে উঠল।
আর আমাকে অবাক করে দিয়ে আমার পাশের seat এ
বসে পড়ল। যাক,আজ মনে হয় আমার সপ্ন
পুরনের পথে।

bus চলা শুরু করল। যদিও আমার ভাব বেশি but
ওইদিন ভাব এর গুস্টি উদ্ধার
করে চিন্তা করছি কিভাবে করব। উমা, একি!!!
মেয়ে দেখি তার হাটু তে রাখা ব্যাগ আ
মাথা রেখেই দিল ঘুম। ধুর শালা,একটা কপাল ই
আমার্। কি আর করা!ব্যাগ থেকে বই বের
করে পড়া start করলাম। শত হলেও exam
দিতে যাচ্ছি। কিন্তু ঘটনা যে আরোও
বাকি ছিল কে জানত!

bus কিছুদুর যাবার পর ই দেখি মেয়ের মাথা তার
ব্যাগের উপর থেকে divert হয়ে আমার রান এর
উপর পতিত হল। উমা,এ কি!! মেয়ে আমার রান
কে বালিশ ভেবে নিশ্চিন্তে ঘুমাচ্ছে।

কি মুছিবত বলেন ত!!! আমার হাতে ধরা বই আর
কোলে ঘুমন্ত অপরিচিত এক মেয়ে। bus এ
বসা এক ৪০/৪৫ বছরের uncle দেখি একটু পর
পর আড়চোখে তাকাই। তাকানোর ই কথা।
হইতচিন্তা করছে ছি ছি , এখন এইসব bus
এর মাঝেও শুরু হয়ে গেছে?(আপ্নি যদি অন্য
পাশ থেকে scene টা কল্পনা করে দেখেন ত বুজবেন
কেন ছি ছি করছে,না বুজলে আও্যাজ দিয়েন)

bus এর মামা আসলো ভাড়া নিতে। কোলের উপর
মেয়েকে রেখেই অনেক কস্টে moneybag
থেকে ১৭০tk দিলাম। মামা কয় , bossদুই জনের
ভাড়া ৩৪০ tk.। আমিতো অবাক। bus এ উঠলাম
১ জন,মামা কয় ২ জন!!!! মামা দেখি দাত বাইর
কইরা হাসে। আমি যা বুঝার বুঝে নিলাম।
কইলাম মামা এই মেয়ে আমার কেউ না। শুনেই
মামা পুরা টাশ কি খাইল মনে হইল। হাসির
বদলে now পুরাই অবাক। মেয়েরে ডাক
না দিয়া পিছনের ভাড়া কাটতে গেল। বেপার
টা বুঝতে মামার কস্ট ই হচ্ছে মনে হল।

সোনারগাও পর্যন্ত বর্ননা আর না ই দেই।
একটা ললনা আপনার কোলে,bus এর ঝাকুনি,তাও
আমি official pant পরা।
(কি অবস্তা নিচে আমার ছেলেরা বুঝতে পারছেন
আশা করি)। আর uncle এর
টেরা টেরা চাহনি তো আছেই।
কেউ বলতে পারে,মেয়েটাকে ডাক দিলেই ত হত।
কিন্ত আপ্নি হইত যানেন একটা ললনার
পিঠের কাপড়ের কি অবস্তা থাকে। গায়ে touch
করে ডাক দেওয়ার মত যায়গা ছিলনা। যা ছিল
তাতে touch করার অধিকার শুধু bf/ hus এর ই
থাকে।

যাই হোক,সোনারগাও আসার পর মেয়ের ঘুম
ভাংল। then আমার অ মেয়ের কথপকথন -
:ঘুম কেমন হল
:আসলে আমি bus এ উঠলে বমি করি তো তাই
ঘুমিয়ে পরি যাতে বমি না করি
:হমম,তা বুঝলাম । কিন্তু আপ্নার জন্য
যে কিছু পড়তে পাড়লাম না,exam আছে ত
:ohh. but আমি কি করলাম?
:কোন মেয়ে যদি কোলের উপর শুয়ে থাকে কেউ
পড়তে পারে?
:(মেয়েটা বুঝতে পেরে লজ্জাই লাল হয়ে গেল)sorry.
ভাইয়া আমি না খেয়াল ই করিনি। sorry
:its ok
:ভাইয়া,আপ্নার নাম কি?কোথায় পড়েন?কয়
থাকেন ..........ব্লা ব্লা ব্লা
:,....,

bus থেকে নেমে মেয়েটা বলে সে কাকরাইল যাবে but
চিনেনা। আমি একটা way দেখাই দিলাম।
মেয়ে বলে যদি আমি ওইদিকেই যাই
তো তাকে যেন নিয়ে যাই।
আমি বল্লাম
:লোকাল bus এ
এইভাবে কোলে মাথা দিলে আমাকে গনধোলাই
খেতে হবে (আসলে আমার exam ছিল,না হই এই
সুযোগ miss করি!!)

মেয়ে অনেকটা লজ্জা পেয়েই bye বলে চলে গেল
যাবার পর মনে হল আমি তার mobile no.
টি নেইনি!!

সেই থেকে আজ অবধি আমি পাশের seat
খালি রেখেই বসি। ক জানে কোন একদিন হইত
অন্য ললনা পাশে বসবে।

comilla র asia line এ আমি আজ ও অপেক্ষাই
আছি। আপ্নাকে এখন হইত বাসায় ও
দিয়ে আসতে পারব। কারন,

i have no exam....
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অধুনা পাল্টে যাওয়া গ্রাম বা মফঃস্বল আর ভ্যাবাচ্যাকা খাওয়া শহুরে মানুষ!!

লিখেছেন শেরজা তপন, ২৯ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:০০


দেশের দ্রব্যমুল্যের বাজারে আগুন। মধ্যবিত্তরা তো বটেই উচ্চবিত্তরা পর্যন্ত বাজারে গিয়ে আয়ের সাথে ব্যায়ের তাল মেলাতে হিমসিম খাচ্ছে- - একদিকে বাইরে সুর্য আগুনে উত্তাপ ছড়াচ্ছে অন্যদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য... ...বাকিটুকু পড়ুন

সাম্প্রতিক দুইটা বিষয় ভাইরাল হতে দেখলাম।

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৯ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:৪১

সাম্প্রতিক দুইটা বিষয় ভাইরাল হতে দেখলাম।
১. এফডিসিতে মারামারি
২. ঘরোয়া ক্রিকেটে নারী আম্পায়ারের আম্পায়ারিং নিয়ে বিতর্ক

১. বাংলা সিনেমাকে আমরা সাধারণ দর্শকরা এখন কার্টুনের মতন ট্রিট করি। মাহিয়া মাহির... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ ও তাঁর রাসূলের (সা.) পক্ষ নিলে আল্লাহ হেদায়াত প্রদান করেন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩০ শে এপ্রিল, ২০২৪ ভোর ৬:৪২



সূরা: ৩৯ যুমার, ২৩ নং আয়াতের অনুবাদ-
২৩। আল্লাহ নাযিল করেছেন উত্তম হাদিস, যা সুসমঞ্জস্য, পুন: পুন: আবৃত। এতে যারা তাদের রবকে ভয় করে তাদের শরির রোমাঞ্চিত হয়।অত:পর তাদের... ...বাকিটুকু পড়ুন

লুঙ্গিসুট

লিখেছেন মায়াস্পর্শ, ৩০ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:২৪



ছোটবেলায় হরেক রঙের খেলা খেলেছি। লাটিম,চেঙ্গু পান্টি, ঘুড়ি,মার্বেল,আরো কত কি। আমার মতো আপনারাও খেলেছেন এগুলো।রোদ ঝড় বৃষ্টি কোনো বাধাই মানতাম না। আগে খেলা তারপর সব কিছু।
ছোটবেলায়... ...বাকিটুকু পড়ুন

স্বর্ণাক্ষরে লিখে রাখার মত মুফতি তাকি উসমানী সাহেবের কিছু কথা

লিখেছেন নতুন নকিব, ৩০ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:২৫

স্বর্ণাক্ষরে লিখে রাখার মত মুফতি তাকি উসমানী সাহেবের কিছু কথা

ছবি কৃতজ্ঞতা: অন্তর্জাল।

একবার শাইখুল হাদিস মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুম সাহেবকে জিজ্ঞেস করা হল, জীবনের সারকথা কী? উত্তরে তিনি এমন... ...বাকিটুকু পড়ুন

×