লন্ডনের হাসপাতালে মৃতু্যর সঙ্গে লড়ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক এবং রুশ গোয়েন্দা সংস্থা কেজিবির সাবেক গোয়েন্দা কর্মকর্তা অ্যালেক্সান্ডার লিতভিনেনকো। তাকে হত্যার উদ্দেশ্যে বিষপ্রয়োগ করা হয়েছে বলে সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয়েছে। খবর: বিবিসি
কেজিবির সাবেক লেফট্যানেন্ট কর্নেল অ্যালেকজান্ডার লিতভিনেনকো লন্ডনের সুশী বারে এক বৈঠকের পর অসুস্থ হয়ে পড়েন। তার কাছে রাশিয়ার সাংবাদিক আন্না পোলিটকোভিস্কা হত্যা সম্পর্কে তথ্য রয়েছে বলে ধারণা করা হয়। লিটভিনেনকোর এক ঘনিষ্ঠ বন্ধুর উদ্ধৃতি দিয়ে 'সানডে টেলিগ্রাফ' জানায়, রুশ সরকারের প্ররোচনায় লিতভিনেনকোকে বিষপ্রয়োগ করা হয়েছে এ কথা নিঃসন্দেহে বলা যায়।
উল্লেখ্য, গত মাসে লিতভিনেনকো লন্ডনের নাগরিকত্ব পান। তিনি রাশিয়ার ব্যবসায়ী অলিগার বোরিস বেরেজোভেস্কিকে হত্যার রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)'র পরিকল্পনা ফাঁস করে দিয়ে লন্ডনে পাড়ি জমিয়েছিলেন। এখানে তিনি 2001 সাল থেকে রাজনৈতিক আশ্রয়প্রার্থী হিসেবে বাস করে আসছেন। রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট পুতিন এফএসবির প্রধান থাকা অবস্থায় তার সঙ্গে লিতভিনেনকোর সম্পর্কের অবনতি ঘটে। সেসময় লিতভিনেনকো দুর্নীতি দমনের দায়িত্বে ছিলেন। কিন' এ ব্যাপারে তিনি পুতিনের কাছ থেকে যথেষ্ট সহায়তা না পাওয়ায় উভয়ের সম্পর্কের অবনতি ঘটে।
পরবর্তী সময়ে তিনি 'এফএসবি রাশিয়াকে ধ্বংস করেছে' এ শিরোনামে একটি বই লেখেন। এতে বলা হয় 1999 সালে রাশিয়ায় এপার্টমেন্ট ভবনে যে ধারাবাহিক বোমা হামলা চালানো হয় এর সঙ্গে এফএসবি জড়িত। এ বোমা হামলায় 3শ লোকের প্রাণহানি ঘটে। কিন' ধারাবাহিক এ বোমা হামলার জন্য সেসময়ে চেচেনদের দায়ী করা হয়। এ প্রেক্ষিতে তৎকালীন প্রধানমন্ত্রী পুতিন চেচনিয়ায় রুশ সেনা পাঠান এবং চেচেন দমনের এ সিদ্ধানত্দকে স্বাগত জানায় রাশিয়ার জনগণ। এরই ধারবাহিকতায় পুতিন 2000 সালে রাশিয়ার প্রেসিডেন্ট হন। চেচনিয়া যুদ্ধকালে সাংবাদিক আন্না পোলিটকোভিস্কা ক্রেমলিনের জন্য আতঙ্ক হয়ে উঠেছিলেন। শেষ পর্যনত্দ অক্টোবরে তার নিজ এপার্টমেন্টে তাকে প্রাণ দিতে হয়। তার এ হত্যাকাণ্ড আনত্দর্জাতিকভাবে তীব্র সমালোচিত হয়। উল্লেখ্য আন্না পোলিটকোভিস্কা ছিলেন লিতভিনেনকোর বন্ধু। সংবাদ মাধ্যমে বলা হয়েছে, 1 নভেম্বর রহস্যময় ঐ বৈঠকের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। সানডে টাইমস বলছে, সুশী বারে তিনি মারিও নামের এক ইটালিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন। মারিও বলেন, আন্না পোলিটকোভিস্কার হত্যা সম্পর্কে তার কাছে তথ্য ছিল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



