অবরোধের তৃতীয় দিনে গতকাল মারমুখী হয়ে উঠেছিল ছাত্রশিবির কর্মীরা। রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তরগেটে বুধবার সকাল থেকে তারা নিয়েছিল সশস্ট্প অবস্ট্থান। অনেক কর্মীই বহন করছিল আগ্গেম্নয়াস্ট্পসহ বিভিল্পম্ন ধরনের অস্ট্প। প্রায় সবার হাতেই ছিল লাঠি। দুপুরের দিকে নয়াপল্কল্টন বিএনপি অফিসের সামনে ছাত্রদলের সঙ্গে যোগ দেয় আরো কিছু শিবির কর্মী। ছাত্রদল ও শিবির কর্মীরা দুপুর সোয়া 1টার দিকে মিছিল নিয়ে নয়াপল্কল্টন থেকে মুক্তাঙ্গনে যাওয়ার সময় বিজয় নগরে সমাবেশে যোগ দেওয়া জাতীয় পার্টির নেতাকর্মীদের ওপর লাঠিসোটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে। ভেঙে দেয় ট্রাকের ওপর মঞ্চটিও। তখনো তাদের হাতে ছিল অস্ট্প।
এরপর তারা বিক্ষোভ মিছিল করে এগিয়ে যায় মুক্তাঙ্গনের দিকে। তাদের সঙ্গে যোগ দেয় আগে থেকে বায়তুল মোকাররমের উত্তরগেটে জমায়েত শিবির কর্মীরা। পল্কল্টন মোড় অতিত্রক্রম করার সময় কয়েকজন শিবির কর্মীর হাতে দেখা যায় রিভলবার। দেখে মনে হচ্ছিল যেন অস্ট্পের মহড়া দিতেই যাচ্ছে তারা। এক শিবির কর্মী জানান, 'কয়দিন আগে পল্কল্টনে ক'জন শিবির কর্মী মারা গেছে। আজ তার প্রতিশোধ নেয়া হবে। ছেড়ে কথা বলা হবে না।'
**অনুমতি স্বাপেক্ষে-আজকের দিনের শেষে**
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



