ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গতকাল একটি সংবাদ বিজ্ঞপ্টিস্নতেও এর প্রমাণ মিলছে। ডিবি পুলিশ এখন বিএনপি-জামায়াতকে রক্ষা করতে ও তাদের 'ধোয়া তুলসী পাতা' বানাতে উঠেপড়ে লেগেছে। পুলিশের একজন পদস্ট্থ কর্মকর্তা বলেন, পুলিশ বিভাগে ব্যাপক রদবদল হলেও ডিবিতে এখনো কোনো রদবদল না হওয়ায় এই ঘটনা ঘটছে। ডিবির শীর্ষ কর্মকর্তাসহ অনেকেই যারা এখনো দায়িত্দ্ব পালন করছেন তারা বিএনপি-জামায়াত জোট সরকারের সুবিধাভোগী। এ কারণে তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না।
রোববার ডিবির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্টিস্নতে বলা হয়েছে, 28 অক্টোবর বায়তুল মোকাররম এলাকায় জামায়াতে ইসলামীর সমাবেশে কিছু উচ্ছৃগ্ধখল লোকজন লাঠি, লগি ও বৈঠা হাতে আত্রক্রমণ করে। ফলে পল্কল্টন এলাকায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে 7 জন মারা যায়। ডিবির এই প্রেস বিজ্ঞপ্টিস্ন অনুযায়ী ওই সংঘর্ষের ঘটনায় জামায়াতের কোনো দোষ নেই। লাঠি, লগি ও বৈঠাওয়ালারা অর্থাৎ আওয়ামী লীগের নেতৃত্দ্বাধীন 14 দলীয় জোটের নেতাকর্মীরাই তাদের ওপর হামলা চালায়। ওই বিজ্ঞপ্টিস্নর ভাষ্য অনুযায়ী পত্রিকায় প্রকাশিত ছবি দেখে পুলিশ লাঠি, লগি ও বৈঠা নিয়ে হামলাকারী রায় মোহন শীলকে শনিবার রাতে গ্রেফতার করে। কিন্তু ডিবির সরবরাহ করা ছবিতে ওই যুবকের হাতে লাঠি, লগি বা বৈঠার কোনোটাই নেই। সে রাজনৈতিক কর্মসহৃচিতে অংশ নিয়েছিল মাত্র। আর এ কারণেই ডিবি পুলিশ 'উদ্দেশ্যমহৃলক'ভাবে ওই যুবককে গ্রেফতার করে।
ডিবির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজিমুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সমকালকে বলেন, ওই সংবাদ বিজ্ঞপ্টিস্নতে তিনি স্ট্বাক্ষর করেননি। সেখানে কী লেখা আছে তা-ও তিনি জানেন না। জানা গেছে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের পক্ষে বিজ্ঞপ্টিস্নতে স্ট্বাক্ষর করেছেন ইন্সপেক্টর হুমায়ুন কবির। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজিমুল হক সদ্য এসি পিয়ারের দায়িত্দ্ব নিয়েছেন।
শনিবার দুপুরে এসি পিয়ারের দায়িত্দ্ব নেওয়ায় নাজিমুল হকের সঙ্গে উপস্টি্থত সাংবাদিকদের পরিচয় করিয়ে দেন ডিবি পিয়ারের দায়িত্দ্বরত ইন্সপেক্টর মাহবুব উর রশীদ। খোঁজ নিয়ে জানা গেছে, রোববার সকাল থেকে বিকেল সাড়ে 5টা পর্যনস্ন তিনি অফিস করেছেন; কিন্তু তার পক্ষে ইন্সপেক্টর হুমায়ুন কবির স্ট্বাক্ষর করলেও তাকে কিছুই জিজ্ঞাসা করা হয়নি। ইন্সপেক্টর হুমায়ুন কবির তিনিই এখন সংবাদ বিজ্ঞপ্টিস্ন পাঠানোর ব্যাপারে সব সিদব্দানস্ন নিচ্ছেন। তার নির্দেশনা অনুযায়ী সবকিছু লেখা হচ্ছে। ডিবিতে কথিত আছে, যুগ্গ্ম কমিশনার শহিদুল ইসলামের খুব কাছের লোক এই ইন্সপেক্টর হুমায়ুন কবির। তাই সবকিছু চলে তার নির্দেশে। এ ব্যাপারে ইন্সপেক্টর হুমায়ুন কবিরবলেন, তিনি উদ্দেশ্যমহৃলকভাবে এই কাজ করেননি। ভুলবশত এই ধরনের কথা লেখা হয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


