সাজাপ্রাপ্তি আজীবন
অপেক্ষা বৃথা গেলো, ফুরালো সময়, হারালো কথা
অনাদরে অবহেলায় বাড়ে ক্ষত, বাড়ে ব্যথা।
জীবন জুড়ে দগদগে ঘা, বুকের মধ্যে রক্তক্ষরণ
বেঁচে থাকার অপরাধ, সাজাপ্রাপ্তি আজীবন।
আশার নামে হতাশা, আলোর নামে অন্ধকার
প্রেম নামের জুয়া খেলায়, হেরেই গেলাম বার বার।
আধভাঙা ঘরে আমার, বাড়ছে নাড়ি কাটা ধন
যায়না কাটানো মায়া, সাজাপ্রাপ্তি আজীবন।
পৃথিবী একদিকে ছিলো, আমি ছিলাম অন্যদিকে
সুখ ছিলো... বাকিটুকু পড়ুন


