অপেক্ষা বৃথা গেলো, ফুরালো সময়, হারালো কথা
অনাদরে অবহেলায় বাড়ে ক্ষত, বাড়ে ব্যথা।
জীবন জুড়ে দগদগে ঘা, বুকের মধ্যে রক্তক্ষরণ
বেঁচে থাকার অপরাধ, সাজাপ্রাপ্তি আজীবন।
আশার নামে হতাশা, আলোর নামে অন্ধকার
প্রেম নামের জুয়া খেলায়, হেরেই গেলাম বার বার।
আধভাঙা ঘরে আমার, বাড়ছে নাড়ি কাটা ধন
যায়না কাটানো মায়া, সাজাপ্রাপ্তি আজীবন।
পৃথিবী একদিকে ছিলো, আমি ছিলাম অন্যদিকে
সুখ ছিলো মরিচীকা, রঙিন জীবন হলো ফিকে।
কত স্বপ্ন ছিলো দুচোখে, সবই হলো বিসর্জন
প্রতিশ্রুতি হলো প্রতিশোধ, সাজাপ্রাপ্তি আজীবন।
সংসার নামের চক্রব্যূহে, সম্পর্ক হয় নি:শেষ
মৃত্যুর অপেক্ষায় আছে জীবন্ত এক ধ্বংসাবশেষ।
নেই অনুতাপ, আছে কেবল অভিযোগ প্রতিক্ষণ
অসম্মান আর অপমান, সাজাপ্রাপ্তি আজীবন।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০২৫ রাত ৮:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


