বাংলাদেশ একটি ছোট্র দেশ।কিন্তু বিশ্বের মধ্যে সবচাইতে ঘন বসতিপূর্ণ । ১৯৭১ সালে বাংলাদেশ নামের এই দেশটি রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা লাভ করে।অর্থনৈতিক মুক্তির জন্য আমরা এখনও সংগ্রাম করছি। ধীরে ধীরে অগ্রসরও হচ্ছি। কিন্তু সেই অগ্রযাত্রাকে রুখে দিচ্ছে মাদক।১৯৭১ সালে মুক্তি যুদ্ধে ভারত আমাদের সহায়তা করে । দেশ স্বাধীন হবার পর নতুন কাগজী মুদ্রা ছাঁপানোসহ অনেক কিছুই আমরা ভারতের উপর নির্ভর করেছিলাম। কিন্তু আমাদের সেই বিশ্বাসের পিঠে ছুরি মেরে আপনারা ডুপ্লিকেট নোটে আমাদের অন্কুরেই ধ্বংস করতে চেয়েছিলেন। ১৯৭১ সালের সাহায্যের কথা মনে রেখেই বলতে চাই,তখন এটা ছিল সময়ের দাবী।আমাদের যেমন উপকার হয়েছে আপনাদেরও উপকার হয়েছে।বাংলাদেশ স্বাধীন নাহলে পাকিস্তানের আই এস আই পূর্ব পাকিস্তানে বসে আপনাদের সেভেন সিস্টার স্টেটকেই বিচ্ছিন্ন করে দিত।বর্তমান আপনাদের যেই মানচিত্রটা আছে তা হয়তো খুজে পাওয়া যেতনা।বাংলাদেশের সঙ্গে যেই বিশাল সীমান্ত তার প্রহরায় হাজার বিলিয়ন ডলার খরচ হতো।আপনাদের ত্রিপুরায় বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্যে ট্রান্জিট পাবার আশাও করতে পারতেন না।কারন এখানে পূর্ব-পাকিস্তানের ক্ষমতায় হয়তো নিজামী - সাইদীরা গভর্ণর /চিপ মিনিস্টার থাকতো।আমাদের সততায় আপনারা অনেক অনিস্ট থেকে রেহাই পেয়েছেন।কাশ্মীরের মতো পূর্ব ভারতেও বিলিয়ন ডলার খরচ হতো।সেই খরচ আমাদের কারনে আপনাদের বেঁচে গেছে। এত কিছুর পরেও আমরা আপনাদের কাছে সুপ্রতিবেশীমুলক আচরন আশা করেছি।কিন্তু আপনারা সীমান্তে ফেন্সিডিলের কারখানা বানিয়ে আমাদের যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন । আর এই ধ্বংসকে চুড়ান্ত রূপ দিতে পাচার করছেন নেশার রাজ্যের নতুন মাদক 'ক্যাটামিন'। পশু অজ্ঞান করার কাজে ব্যবহৃত এই ওষুধ এখন মাদক হিসেবে ব্যবহৃত হচ্ছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে নেশার দ্রব্য হিসেবে ব্যবহার হচ্ছে ক্যাটামিন। পশু অজ্ঞানকারক এই ক্যাটামিনই এখন নেশার দ্রব্য হিসেবে প্রবেশ করেছে বাংলাদেশে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে এ খবর জানা গেছে।
ক্যাটামিন দেখতে অনেকটা চিনির মতো সাদা। চিনির চেয়ে একটু বেশি বড় দানাদার। ক্যাটামিন তরল অবস্থায় পান করে নেশা করা যায়। ইনজেকশনের মাধ্যমেও শরীরে গ্রহণ করা হয়। হেরোইনের মতো ধোঁয়া সৃষ্টি করেও নেশা করে মাদকসেবীরা। নেশার জগতে এখনও এটা ধনীর দুলালদের গণ্ডি পেরিয়ে সাধারণের কাছে পেঁৗছায়নি। সাধারণে পেঁৗছালে এটা ভয়াবহ সর্বনাশ ডেকে আনবে বলে বিশেষজ্ঞরা অভিমত দিয়েছেন।
এক বছর আগে ২০১০ সালে মাদক হিসেবে ক্যাটামিন চিহ্নিত হয় বাংলাদেশে। শাহ্জালাল আনত্মর্জাতিক বিমানবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের সময়ে এই মাদক আটক করে বিমানবন্দরের শুল্ক কর্মকর্তারা। প্রায় ২০ কেজি পরিমাণ এই নেশার ওষুধ আটক করা হয়। এ সময় গ্রেফতার করা হয় ভারতীয় নাগরিক ইলামুরুন্ড মারোখামুতুকে। আটক ভারতীয় নাগরিককে জিজ্ঞাসাবাদে জানা গেছে, ক্যাটামিন বাংলাদেশের নেশার জগতে প্রবেশ করানোর জন্য এই চালান আনা হয়েছে। তবে তদনত্মে এই বিষয়টি খুব বেশি অগ্রগতি হয়নি।
বিমানবন্দরে ক্যাটামিন আটকের পর এটা কি সে ব্যাপারে কোন ধারণা করতে পারেননি শুল্ক কর্মকর্তারা। বিমানবন্দর শুল্ক কর্মকর্তারা খবর দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কর্তৃপৰকে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের রাসায়নিক কর্মকর্তারা এটা পরীৰা করে দেখেন। পশু অজ্ঞান করার এই ওষুধ মাদকদ্রব্য হিসেবে নেশার জগতে প্রবেশ করানোর জন্য আনা হয়েছে।
ভারতের চেন্নাই (তামিলনাড়ু) থেকে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় পাচারের সময়ে ক্যাটামিনের চালান আটকের ঘটনা ঘটে। গত ডিসেম্বরে মালয়েশিয়া আনত্মর্জাতিক বিমানবন্দরে ৬৬ কেজির ক্যাটামিন আটক করা হয়। এ সময় গ্রেফতার করা হয় তিন ভারতীয়কে। আটক ভারতীয় নাগরিকরা চেন্্নাই থেকে ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালিতে যাচ্ছিলেন।
ক্ষুদ্র প্রতিবেশী হিসাবে যেখানে আমরা আপনাদের মত বড় প্রতিবেশীর সহযোগিতা পাবার কথা সেখানে আপনারা আমাদের অগ্রযাত্রাকেই রুখে দিতে চাইছেন। আমাদের কি মাফ করা যায়না দাদা?
তথ্য সূত্রঃ-
Click This Link
আলোচিত ব্লগ
Grameen Phone স্পষ্ট ভাবেই ভারত প্রেমী হয়ে উঠেছে

গত কয়েক মাসে GP বহু বাংলাদেশী অভিজ্ঞ কর্মীদের ছাটায় করেছে। GP র মেইন ব্রাঞ্চে প্রায় ১১৮০জন কর্মচারী আছেন যার ভেতরে ৭১৯ জন ভারতীয়। বলা যায়, GP এখন পুরোদস্তুর ভারতীয়।
কারনে... ...বাকিটুকু পড়ুন
কম্বলটা যেনো উষ্ণ হায়

এখন কবিতার সময় কঠিন মুহূর্ত-
এতো কবিতা এসে ছুঁয়ে যায় যায় ভাব
তবু কবির অনুরাগ বড়- কঠিন চোখ;
কলম খাতাতে আলিঙ্গন শোকাহত-
জল শূন্য উঠন বরাবর স্মৃতির রাস্তায়
বাঁধ ভেঙ্গে হেসে ওঠে, আলোকিত সূর্য;
অথচ শীতের... ...বাকিটুকু পড়ুন
ইউনুস সাহেবকে আরো পা্ঁচ বছর ক্ষমতায় দেখতে চাই।

আইনশৃংখলা পরিস্থিতির অবনতি পুরো ১৫ মাস ধরেই ছিলো। মব করে মানুষ হত্যা, গুলি করে হত্যা, পিটিয়ে মারা, লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে না পারা, পুলিশকে দূর্বল করে রাখা এবং... ...বাকিটুকু পড়ুন
হাদির যাত্রা কবরে, খুনি হাসছে ভারতে...
হাদির যাত্রা কবরে, খুনি হাসছে ভারতে...

হ্যাঁ, সত্যিই, হাদির চিরবিদায় নিয়ে চলে যাওয়ার এই মুহূর্তটিতেই তার খুনি কিন্তু হেসে যাচ্ছে ভারতে। ক্রমাগত হাসি।... ...বাকিটুকু পড়ুন
হাদিকে মারল কারা এবং ক্রোধের আক্রশের শিকার কারা ?
হাদিকে মারল কারা এবং ক্রোধের আক্রশের শিকার কারা ?
হাদিকে মারল জামাত/শিবির, খুনি নাকি ছাত্রলীগের লুংগির নীচে থাকা শিবির ক্যাডার, ডাকাতি করছিল ছেড়ে আনলো জামাতি আইনজীবি , কয়েকদিন হাদির সাথে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।