‘ও’ লেভেলের পরীক্ষা হরতালের আওতামুক্ত: রিজভী
খবরটা পড়ে মেজাজটা খারাপ হয়ে গেল। যদি হরতালের আওতামুক্ত রাখতে হয় তা হলে দেশের সব পরীক্ষাই হরতালের আওতামুক্ত রাখতে হবে। এটাই ন্যয়সন্গত। দেখা যায় জে,এস,সি বা এস,এস,সি কিংবা এইচ,এস,সি পরীক্ষার সময় হরতালের আওতামুক্ত রাখা হয়না। কারন সেটা আপামর জনসাধারনের সন্তানদের প্রশ্ন। আর এখানে বড় লোকদের সন্তানদের প্রশ্ন। রাজনৈতিক দলগুলি বলে আপামর জন সাধারনের দল আসলে সবাই কায়েমী স্বার্থবাদীদের দল।
সুত্রঃ
Click This Link
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



