গত 20 আগষ্ট জাপানের টোকিওতে এনএইচকে রেডিও'র ক্যাফেটোরিয়ায় টোকিও'র বিশিষ্ট গণ্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে দৈনিক আমার দেশ পত্রিকার পাঠকমেলার টোকিও (জাপান) শাখা গঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে টোকিও'র বাংলাদেশ সাংবাদিক লেখক ফোরামের সভাপতি ছড়াকার বদরুল বোরহানকে সভাপতি, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুবুল হককে সহ-সভাপতি এবং সাহিত্যিক বাকের মাহমুদকে সাধারণ সম্পাদক করে 10 সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- সাহিত্যিক ও সাংবাদিক সজল বড়ুয়া, কবি শিকদার সাগর, খান মোঃ আরিফুল হক, রফিকুল ইসলাম সেলিম, জাকির হোসেন, আবু বকর সিদ্দিক, মোঃ শাহজাহান। সভায় আরো উপস্থিত ছিলেন এনএইচকে রেডিও বাংলা বিভাগের বিশিষ্ট সাংবাদিক অধ্যাপক মন্জুরুল হক, স্থপতি মাসুম ইকবাল জাপানের দ্বিমাসিক বাংলা কাগজ 'পরবাস' সম্পাদক কাজী ইনসানসহ অনেকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



