রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সানশাইন পত্রিকার সম্পাদক তসিকুল ইসলাম বকুল ও দৈনিক সংবাদের রাজশাহী স্টাফ রিপোটর্ার জাহাঙ্গীর আলম আকাশের কাছে পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির নামে 50 হাজার টাকা করে চাঁদা দাবি করা হয়েছে। চাঁদা পরিশোধ না করলে সপরিবারে তাকে জবাই করার হুমকি দেয়া হয়েছে।
পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার পরিচয়দানকারী অজ্ঞাতনামা এক ব্যাক্তি সাংবাদিক জাহাঙ্গীর আলম আকাশের কাছে 0184731479 নম্বর মোবাইল থেকে সোমবার রাত 11টায় হুমকি দিয়ে বলে, 'আমি পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার, দাদা তপনের লোক। আমাদের কিছু কমর্ী আহত হয়েছেন। যাদের চিকিৎসার জন্য 20 লাখ টাকার প্রয়োজন। আপনি দেশি-বিদেশি মিডিয়ায় কাজ করে অনেক টাকা কামাই করেছেন। তাছাড়া আপনার শ্বশুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট তাজুল ইসলাম মোহাম্মাদ ফারুক অনেক টাকার মালিক। অপনার কাছে পার্টি 50 হাজার টাকা চাঁদা নিধর্ারণ করেছে। আপনি টাকা রেডি রাখবেন। আমাদের লোকজন গিয়ে টাকাটা নিয়ে আসবে। আপনার বাড়ির আশেপাশেই আমাদের লোকজন আছে। থানা-পুলিশ কিংবা অন্য কাউকে বিষয়টি জানাবেন না, আমরা গুলি করি না, জবাই করে খতম করি। টাকা না পেলে আপনিসহ আপনার পরিবারের সবাইকে জবাই করা হবে।'
আকাশ আরএমপির বোয়ালিয়া থানায় একটি জিডি করেছেন। এর প্রায় 1 ঘন্টা আগে একই নম্বর থেকে দৈনিক সানশাইনের সম্পাদক তসিকুল ইসলাম বকুলের কাছেও 50 হাজার টাকা চেয়ে হুমকি দেয়া হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



