ভারতের মাধবপুর, পশ্চিমবঙ্গ থেকে চন্দন মুন্সী কতর্ৃক সম্পাদিত ও প্রকাশিত ডি-এক্স সমর্্পকিত দ্বি-মাসিক ম্যাগাজিন 'নতুন তরঙ্গ' এবং বাংলাদেশের ঢাকা থেকে প্রকৌশলী মোঃ মঞ্জুরুল আলম রিপন কতর্ৃক সম্পাদিত ও প্রকাশিত ডি-এক্স সমর্্পকিত দ্বি-মাসিক ম্যাগাজিন উত্তরণ নিউজ লেটারের সাথে একটি চুক্তি সম্পাদিত হয়েছে।
দু'পারের ম্যাগাজিন দুটো আরও দ্রুত এবং সহজে শ্রোতাদের নিকট পোঁছানই আমাদের ল্য। নতুন তরঙ্গের লেটেষ্ট কপি ভারতের শ্রোতারা যেদিন পাবে, বাংলাদেশের শ্রোতারাও সেদিন পাবে।
এখন থেকে নতুন তরঙ্গ এবং উত্তরণ নিউজ লেটার একে অপরের প্রতিনিধি হিসেবে কাজ করছে।
সুতরাং বাংলাদেশের যেকোনো শ্রোতা 2004 সাল থেকে আজ পর্যন্ত বা আগামীতে যে সংখ্যাগুলো (নতুন তরঙ্গের) প্রকাশিত হচেছ, প্রতি কপির জন্য 15.00 টাকা হারে মনি-অর্ডার যোগে (ঠিকানা: মিসেস্ আরিফা আলম দোলন, ডিএমসি # 3 (নিচতলা), উত্তর-পূর্ব কাফরুল, ঢাকা সেনানিবাস, ঢাকা-1206, বাংলাদেশ) প্রেরণ করে অথবা 01712945438 নাম্বারে Flexi Load পাঠিয়ে সংগ্রহ করা যাবে। এেেত্র মনি-অর্ডারের নিচের অংশে ঠিকানা এবং কোন সংখ্যা পেতে চান স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। 2007 সালের বার্ষিক গ্রাহক চাঁদা 100.00 (একশত টাকা মাত্র) টাকা মনি-অর্ডার যোগে প্রেরণ করে অথবা 01712945438 নাম্বারে Flexi Load পাঠিয়ে অথবা 100 টাকা সমমূল্যের প্রাইজ বন্ড পাঠিয়ে নতুন তরঙ্গের গ্রাহক হওয়া যাবে।
নতুন তরঙ্গের কাছে চিঠি লিখুন এই ঠিকানায়:
নতুন তরঙ্গ, পোস্ট বক্স নং 6122, গুলশান, ঢাকা-1212, বাংলাদেশ
আসুন আমরা সবাই মিলে ডি-এক্সিংকে আরও বেশি সমপ্রসারিত করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



