(২য় বার একই লেখার মত বিরক্তি আর নেই।
কি যে হলো! সব লেখা কেমন হিজিবিজি হয়ে গেলো!)
জানতে চাচ্ছিলাম---- চোর, হোসেইন, ডা: ....এইসব
ব্লগার রা কোথায়?
এতো ভালো লিখতেন!
তাদের লেখা ভালো লাগে, এটা জানানোর জন্যই এখানে এসেছিলম। (নাহয় এমন ভালো কিছু আমি লিখি না যে একেবারে রেজি: করে ফেলতে হবে।)
যাই হোক ওনারা কি ব্যানড নাকি?
হলে কেন?
কেউ কি জানেন?
আমরা কি ওনাদের ফিরিয়ে আনার জন্য মডারেটরের ইপর চাপ তৈরী করতে পারি না!
এখন যারা াছে তারও অবশ্য অনেক ভালো লেখে!
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




