
মুসলমানদের শরীরের রক্ত
লেগে থাকে যাদের হাতে,
কি দরকার এতো পিরিতি
তাহাদেরই সাথে?
এদেশের পাবলিক সেন্টিমেন্ট নিয়ে
উদাসীন যারা,
পাবলিক ছাড়া রাজনীতি করে
পার পাবে কি তারা?
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি,
টিসিবির ট্রাকে ভীড়
উন্নয়নের গালগপ্পে,
জীবনযাত্রাই ধির।
মধ্যবিত্তের করুন দশা,
নিম্নবিত্তের বাঁশ,
সংসদ-সচিবালয়ে পৌছেনা এই
পাবলিকের নাভিশ্বাস।
উন্নয়নের বুলিতে তারা
তুলছে মুখে ফেনা,
কোন প্রশ্ন তোলা যাবেনা,
বিরোধ করাও মানা ।
সাতার শিখতে যায় বিদেশে
শিখতে আলুর চাষ,
বালিশ কিনে হাজার টাকায়
লক্ষ টাকায় গাছ।
কোটির হিসাব নাইবা বলি,
মাথা ঘুরে যায়
রাষ্ট্রীয়ভাবে চলে দুর্নীতি
দেখার কেহই নাই।
স্যাটেলাইট কিংবা পদ্মাসেতুয়
সব দিচ্ছে ঢাকা
তলে তলে ছুটছে নাকি
বেগমপাড়ার চাকা।
দেয়ালে পিঠ ঠেকে গিয়ে
জমা হচ্ছে ক্রোধ
সময় থাকতে পিওর না হলে,
পাবলিকই নিবে শোধ।
মধ্যরাতের ভোটচুরি
বারবার নাহি হবে,
দাদা আর দালাল দুটাই পালাবে,
জনগনই শুধু রবে।
সময় থাকতে এখনও আসেন
দেশের জন্য ভাবি,
দলকানা ছেড়ে দেশপ্রেমিক হই,
এটাই সুখের চাবি।
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




