শপথ নিয়েছি ভুলেই যাব, পড়বে না আর তোমায় মনে
তোমায় ঘিরে আবেগ তবু দিচ্ছে নাড়া প্রতিক্ষণে!
শ্রাবণ মেঘের দিনে যখন বৃষ্টি দেখি উদাস হয়ে
হিয়ার মাঝে নামটা তোমার আগের মতোই আছে রয়ে।
দূর আকাশে যখন দেখি শুভ্র মেঘের অবাক খেলা
তোমায় ভেবেই পার হয়ে যায় আমার অলস দুপুরবেলা।
জ্যোৎস্না ভেজা রাতে যখন ঝরতে দেখি চাঁদের আলো
পড়ছে মনে, আর কখনো বাসবে না যে আমায় ভালো।
আসবে সেদিন কবে, যখন পড়বে না আর তোমায় মনে
মাথার ভেতর বিঁধেই গেছো, দিচ্ছো নাড়া প্রতিক্ষণে!
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০২৩ ভোর ৬:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




