তুমি না এলে, থাকবে থেমে ক্লান্তি মাখা এই শহর,
তুমি না এলে, কাটবে না আর দুঃখ ভরা এই প্রহর।
তুমি না এলে, হিজল বনে ডাকবে না আর একলা ডাহুক,
তুমি না এলে, কবির খাতা কবিতা বিহীন সাদা থাকুক।
তুমি না এলে, স্বপ্ন গুলো দেখবে না আর আশার আলো,
তুমি না এলে, ভোরের পাখি বাসবে না যে আমায় ভালো।
তুমি না এলে, থাকবো একা, মেঘের উপর বানাবো বাড়ি,
তুমি না এলে, জনম তরে তোমার সাথে আমার আড়ি!
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০২৩ ভোর ৬:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




