কালবেলায় সম্পাদক হিসেবে যোগ দিলেন আবেদ খান।
নতুন কিছু আশা করাই বাতুলতা।
এই লোক রেজিষ্টার্ড চাটুকার আর তথাকথিত চেতনার ধ্বজ্বাধারী।
বড়াই করে বলা হয় বাংলাদেশে ক্রিয়েটিভ সাংবাদিকতা ও সংবাদপত্র।
প্রকৃতপক্ষে একটা শব্দ বা নাম ক্রিয়েট করার মুরোদ নাই।
”প্রথম আলো” শব্দটা সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস আর তার ভারতীয় স্পিরিট নিয়ে লেখা।
”মানব জমিন” শব্দটা র্শীষেন্দুর উপন্যাসের নাম। যেখানে ভারতীয় জীবন ধারার বয়ান।
”সমকাল” ভারতে বাংলাভাষায় লেখা প্রাচীণতম পত্রিকা। তার সুনাম খাবলা দিয়ে নেওয়ার বাসনা।
”বাংলা বাজার পত্রিকা” ভারতের আনন্দ বাজার পত্রিকার অনুকরণ।
"যুগান্তর” ভারতীয় যুগান্তর পত্রিকার নাম ধার নেওয়া।
”দিনকাল” ভারতীয় দিনকালের আদলে।
"কালবেলা" সমরেশ মজুমদারের বিখ্যাত উপন্যাস
অর্থাৎ বাংলাদেশের সম্বাদিকদের কেবলা কলকাতার দিকে।
স্বকীয়তা কোথায় ?
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০২২ রাত ৯:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



