এই পর্বেটা অনেক তারাহুরু করে করেছি, সো ভাল হবার পসিবিলিতি খুব কম
(১)এ্যাপোলো৯০ঃ
পথে যেতে কষ্ট হয়,পথের একপাশে বসে থাকি।গভীর গাছের ছায়ার নিচে পরে থাকি শুকনা পাতার মতন
(২) যোগীঃ
গরিব থাক,
মূর্খ থাক,
অবশ্যই পথে থাক।
(৩) এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণাঃ
YOU'RE LOOKING AT ME BUT I'M LOOKING THROUGH YOU
(৪) জাকারিয়া মুবিনঃ
"প্রাচীরের ছিদ্রে এক নাম-গোত্রহীন,
ফুটিয়াছে ছোট ফুল অতিশয় দীন।
ধিক ধিক করে তারে কাননে সবাই,
সূর্য উঠি বলে তারে, ভাল আছ ভাই।"
(৫) সানড্যান্সঃ
এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!
জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুম
প্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতে
ব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!
এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়ে
সারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।
(৬) মাতবারঃ
YOU CAN DO ANYTHING, BUT NOT EVERYTHING
(৭) ভিয়েনাসঃ
মেঘরংগা চোখে লজ্জা তার বাসা বাধে...
(৮) আরিলঃ
a life devoted to inclusiveness, imagination, curiosity and engagement. i love people, our environment and the world.
(৯) নেক্সাসঃ
হৃদয়ের আকাঙ্ক্ষার নদী ঢেউ তুলে তৃপ্তি পায়--ঢেউ তুলে তৃপ্তি পায় যদি, তবে ওই পৃথিবীর দেয়ালের 'পরে লিখিতে যেও না তুমি অস্পষ্ট অক্ষরে অন্তরের কথা;
(১০) নিমচাঁদঃ
পুড়ছিল ওই শ্মশান ভরে কাঠের রাশি, পুড়তে আমি ভালোবাসি, ভালোইবাসি।
(১১) রোকসানা লেইসঃ
প্রকৃতি আমার হৃদয়........
স্রোতের অজানা টানে
সমুদ্র বালিয়ারি বেয়ে বোহেমিয়ান-
গৃহকোন জীবন যাপন ফেলে চলে যায়
তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও
জোছনা গলে হারিয়ে যায় সুখ ।
আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায়
অচেনা সবুজ দিগন্ত
(১২) জালিস মাহমুদঃ (শুরুই তো হয়নি শেষ কি করে হবে বলো !)
জ্যোৎস্নায় অজানা পথ চলা ! এখানে আছে যে মোর ভালোবাসা ........
(১৩)ইসরা০০৭ঃ(মেঘের কোলে ভাসিয়ে দিলাম আমার যত কল্পনা )
বেদনার নীলটূকু লুকিয়ে যত
তোমাকে পেয়েছি কাছে তত
জোছনা ছুঁইয়েছ পৃথিবী আমার
বিষাদ বিধুর।
(১৪) বাংলাদেশী দালালঃ
একলা মানুষ মাতৃ গর্ভে একলা মানুষ চিতায় একলা পুরুষ কর্তব্যে একলা পুরুষ পিতায় আর, মধ্যে খানে বাকিটা সময় একলা না থাকার অভিনয়
(১৫) সোহাগ সকালঃ
আমার ব্লগ আমি আমার ডায়েরীর মতো করে ব্যবহার করি। এখানে আমি একটা গল্প অথবা কবিতা লিখতে পারি, অথবা আজকে কিসের তরকারী দিয়ে ভাত খেলাম, সেইটাও লিখতে পারি।।
(১৬) অমৃত সুধাঃ
বোধের জায়গায় অবোধের বসবাস ....
(১৭)অচেনা রাজ্যের রাজাঃ
উত্কন্ঠিত জীবনের পরিবর্তনে লিপ্ত থাকা প্রত্যেকটি মুহূর্তের ভীড়ে, চিরন্তন সত্যের রজ্জু আঁকড়ে ধরে রাখাটা অনেকের চিত্তচালনার অভ্যন্তরে পরিভ্রমণ করতে অক্ষমতা প্রকাশ করে; যার দরুন ক্রমশ উত্তরকালের জন্য আমরা আসক্তি হারিয়ে ফেলছি। এর পরিসমাপ্তি যে ভয়ঙ্কর তাও জোড়াতালির কথার কুন্ডলী দিয়ে ভুলতে বসেছি!
(১৮)মামদোভুতঃ
স্মৃতির খেরোখাতা খুলে দেখো, হয়তো পাবে আমায়।
(১৯)বিবাগী বাউলঃ(বার বার নিহত হব তোমার অবর্তমানে)
যদি ঠাঁই দিলে তবে কেন আজ হৃদয়ে দিলে না প্রেমের নৈবদ্য
(২০) ট্রিপল ইঃ
দুনিয়ায় শেখার জন্য সময়টা খুব অল্প।
(২১) আথাকরাঃ
এগিয়ে যেতে চাই নিজের চেস্টায় কারও করুনায় নয়
(২২)নীল অভ্রঃ
স্বপ্ন তাড়া করে ফিরি, নতুন দিন মানেই নতুন কিছু, দিন বদলের বিশ্বাসে নিশ্বাস নিই, সুদিনের অপেক্ষায়.।.।
(২৩)তিথির অনুভূতিঃ(তবুও বেঁচে আছি )
জীবনের মুহূর্তগুলো ভালবাসার স্পর্শে রঞ্জিত হোক,জীবনের মুহূর্তগুলো স্বাধীনতার স্পর্শে মুখরিত হোক **
(২৪) টাইম পাসঃ
মনকে আমি যত চাইযে বুঝাইতে, মন আমার চায় রংয়ের ঘোড়া দৌড়াইতে। (আমার চেরাগ এ আলো কম তাই আলোর আশায় ব্লগ এ ঘুরি )
(২৫) সেলিম আনোয়ারঃ
বেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।
(২৬)ম্যাভেরিকঃ
শ্রদ্ধা আর মমতাই তোমাকে জয়ী করতে পারে; তুমি তোমার জ্ঞান প্রয়োগ কর।
(২৭)ধূসর পানিপোকাঃ
আমাদের অস্তিত্ব আমাদের পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত এবং সঙ্গায়িত।আমাদের অভিজ্ঞতা আমাদের গঠন করে।রূপ দেয়।এ রুপ পরিবর্তনশীল।আমি বিশ্বাস করি যে, পরিবর্তন ই একমাত্র অপরিবর্তনশীল ঘটনা।তাই পরিবর্তন ই সামনে চলার পথ।আর বেঁচে থাকার জন্য প্রয়োজন ভালোবাসার ক্ষমতা আর স্বাধীনতার আনন্দ।এ দুটো ছাড়া আমরা অস্তিত্বের সংকটে পড়ি।পানিপোকারা পানির উপরে ভেসে বেড়ায়।বিদীর্ণ করেনা।পানি কি জানে না।
(২৭) নষ্ট শয়তানঃ
দেশ কে ভালবাসি এই যদি হয় আমার অন্যায় তবে আমি অপরাধী
(২৮) তাজা কলমঃ
সেই কবে ... সভ্যতার আদিলগ্নে সূচিত হয়েছিল নিজেকে জানার অদম্য বাসনা। গ্রিক দর্শনের ‘know thyself’ কিংবা ভারতবর্ষের প্রাচীন দার্শনিকদের, “আত্মনাং বিধি”–র উত্তর আজো মেলেনি লাখো লাখো বছরের মানব ইতিহাসে। এই আত্মঅন্বেষণই তাজাকলমের জীবন তপস্যা। তবে নিজেকে জানার সাধনা বৈরাগ্যের পথে নয় বরং মানুষের সাথে থেকে, মানুষকে ভালোবেসে, মানুষের মাঝেই তাজা কলম খুজেঁ পেতে চায় আপন অস্তিত্বের ভূভাগ। তবুও তাজা কলম পৃথিবীতে এক গৃহী সন্নাসী কারন সে নিয়ত খুজেঁ ফিরছে শূণ্য খেকে আসা এবং শূণ্যতেই বিলীন হওয়া মানব জীবনের গুঢ় রহস্য।
(২৯)তানভীর৪২৭ঃ
"জীবন হয়তো বা আমাকে দুঃখ পাওয়ার ১০টি কারন দেখায় কিন্তু আমি জীবনকে উপভোগ করার ১০০টি কারন দেখাই"
(৩০) অলওয়েজ ড্রিমঃ
জোরে-সোরে মহব্বতের সাথে স্বপ্ন দেখুন। স্বপ্নই সম্ভাবনা। “A dream you dream alone is only a dream. A dream we dream together is reality”.
(৩১) সালাউদ্দিন আহমেদঃ
সত্য একদিন প্রকাশ পাবেই, আমি না করলে আপনি করবেন, না হলে আরেকজন করবে। প্রকাশ হবেই
(৩২) স্বপ্ন পথঃ
অঝোর ধারায় নেমে খরাকে মুক্তি দিয়ে, মুক্ত করবো শিকলে বিদ্ধ সিক্ত নয়ন । আর নয় নিয়তির নির্মমতায় পদদলিত হওয়া, কন্টাকীর্ণ অথৈ সাগর পাড়ি দিয়ে আনব ছিনিয়ে মুক্তির রক্তিম সূর্য ।
(৩৩) চিরতার রসঃ
আসুন অন্যের বিচার করার আগে আয়নায় নিজের চেহারাটা দেখি।
(৩৪) গিরিবাজঃ
মর্মান্তিক এবং ভয়াবহ কিছু করার প্রত্যাশায় আছি.....
(৩৫) মাথালঃ
জীবন আসলে চিল্লাপাল্লা ছাড়া কিছুই না। সেটাই করতে চাই, মনের সুখে, ইচ্ছা মতন।
(৩৬) নাহিদ তানভীরঃ
জঞ্জাল যত আটকে থাকুক হৃদয়ের মাঝখানে, কিছু সুর ফেরাতে পারে সম্ভাবনার তানে, তাই সঙ্কুচিত কোরোনা হে অফুরন্ত ডালা, প্রাণে খুশির ঢেউ জাগিয়ে সাজাও নতুন পালা
(৩৭) ফজলে আজিজ রিয়াদঃ
পিছু আর ফিরে চাইবোনা বারবার ভাবি,
আর একবার শেষবারের মত আবার পিছু ফিরি।
(৩৮) bappyalmamunঃ
একজন সৃষ্টিকর্তা অগণিত নাম। তাঁর নাম ধরে ডাকাই ধর্ম । হৃদয়ে লালন করাই ধর্ম।
(৩৯) মাহমুদুল হাসান কায়রোঃ
পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার।
(৪০) িজহ৭০০৭ঃ
যা হতে পারিনি তা হওয়ার নিরন্তর চেষ্টা.........................
(৪১) পেন্সিল স্কেচঃ
মহাকালের পথ যাত্রায় ক্ষণিকের যাত্রি, এই পথে হাঁসি কান্না আনন্দ বেদনা.... !
(৪২) এ এক অন্য আইঃ
আমি নেই তাদের সাথে, যারা নিজকে ভাবে সম্মানী আর পরকে ভাবে বাজে----
(৪৩) রাকিবুল৯০ঃ
ভাবনার কোন নির্দিষ্ট ঠিকানা নেই। কোন শুরু নেই কোনো শেষ নেই। ভাবনা ঠিকানাহীন, ভাবনা লক্ষ্যহীন। ভাবনা চলছে.।.। ভাবনা চলবে.।.। ইচ্ছে মতন। নিজের মতন।
(৪৪) ব্ল্যাক নাইটঃ
মুহুর্তকে বিনোদন ভাবতে চাই!
(৪৫) মুসাফির... ঃ
তার্কিক দুই প্রকার: সু-তার্কিক আর কু-তার্কিক...
(৪৬) শান্ত কুটিরঃ (তোমার স্বদেশ লুট হয়ে যায় প্রতিদিন প্রতিরাতে, বিরুদ্ধতার চাবুক ওঠাও হাতে )
প্রতিটাদিন অসম্ভব রকম বৃত্তাকার গড়াতে গড়াতে যেখানে শুরু আবার সেখানেই শেষ
(৪৭) সাধারণমানুষঃ (অলস মস্তিস্ক বহু বান্দরামীর উর্বর ভূমি )
আমি একটা ছোট্ট শক্ত বুলডোজার হতে চাই, যাকে কোন দেয়াল থামাতে পারবে নাহ.......বাচতে চাই মানুষের মত .......জনিনা পারবো কিনা তবুও মনেপ্রাণে চাই
(৪৮) জেমস বন্ডঃ
আমার একটা ভাল নাম ছিল - "আকাশ" যতদিন তুমি ছিলে
(৪৯) নস্টালজিকঃ
আমি যখন স্বপ্ন দেখি,
আকাশ তখন হাওয়াই মিঠাই রঙ!
(৫০) আন্তিলাঃ
আমি মানুষ তাই সবাইকে মানুষই ভাবি এবং মানুষের মত বেচে থাকা আমার অধিকার।
আগের পর্ব গুলু যারা মিস করেছেন তাদের জন্যঃ
৪র্থ পর্ব
৩য় পর্ব
২য় পর্ব
১ম পর্ব
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



