এক পাগল সারাদিন বলত, "গুলতি বানামু আর পাখি মারমু ।"। তো তাকে পাগলা গারদ এ ভর্তি করা হল। ৩ বছর পর যখন সবাই ভাবল সে ভাল হয়েছে তখন
ডাক্তর :"বের হয়ে কী করবা?"
পাগল : "বিয়া করমু বাসর রাত বানামু"।
ডাক্তর : "দারুন! বাসর ঘরে কী করবা?"
পাগল : "বৌয়ের শাড়ি বেলাউজ, ব্রা আর ছায়া খুলুম"।
ডাক্তার : "অসাধারন! তারপর?"
পাগল : " তারপর আর কী, ব্রা'র ইলাষ্টিক দিয়া গুলতি বানামু আর পাখি মারমু"।
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১১ রাত ৯:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




