অনেকেই ব্লগ লিখি বা পড়ি কিন্তু এর অনেক সম্ভাবনা নিয়ে কিছুই জানি না

যদিও ইংরেজি ভাষায় অনেক ব্লগ আছে, ২০২২ সালে এখনো অনেক বিষয়েই বাংলা ব্লগ নেই। অনলাইনে বাংলা ভাষায় তথ্য সমৃদ্ধ করার জন্য বাংলা ব্লগিংয়ের বিকল্প নেই। তাছাড়া ব্লগিংয়ের মাধ্যমে বিভিন্নভাবে আয়ের সুযোগ তো আছেই। বাংলাদেশেই এমন উদাহরণ অনেক আছে যে বাংলায় ব্লগিং করে ১ হাজার থেকে ৩ হাজার ইউএস ডলার আয় করছে।
ব্লগের মাধ্যমে আপনি লাইফটাইম খুব ভাল পরিমাণ টাকাও উপার্জন করতে পারবেন। আপনি যেই মুহুর্তে ঘুমাচ্ছেন, সেই মুহুর্তে ও আপনার ইনকাম চলতে থাকবে। আপনি এই পৃথিবিতে না থাকলেও আপনার ব্লগের উপার্জন বন্ধ হবেনা।
কেন আপনি ব্লগিং শুরু করতে পারেন
সাম্প্রতিক, এবং ঘটে যাওয়া বিভিন্ন বিষয়ে নিজের চিন্তা-চেতনা ও মতামত প্রকাশ করতে পারবেন।
আপনি কোন কিছু শিখলেন তা অন্যকে শিখতে সাহায্য করতে পারেন
আপনি ধীরে ধীরে একজন ভাল লেখক হতে পারবেন।
ব্লগিংয়ের মাধ্যমে আপনি নিজেকে আত্মবিশ্বাসী, অনুপ্রাণিত করা ও আপনার পাঠক বা ভিজিটরদের মধ্যে প্রভাব ফেলতে পারবেন।
সবশেষে ব্লগিং মাধ্যমে অ্যাডসেন্স, অ্যাফিলিয়েশন ও স্পনসরশিপ থেকে লাইফটাইম ভাল আয় করা যায়।
ব্লগিংকে আপনি ফুলটাইম ক্যারিয়ার হিসেবে নিতে পারেন।
ব্লগিং করতে যা যা প্রয়োজন
যেকোন একটি বিষয়ে ভাল দক্ষতা বা জ্ঞান
আগ্রহ ও আবেগ
কম্পিউটার ও ইন্টারনেট
কম্পিউটারে দক্ষতা
বাংলা বা ইংরেজিতে লেখা/ টাইপিং/ ভয়েস টাইপিং
এডোবি ফটোশপ ও এডোবি ইলাষ্ট্রেটর
ব্লগ ওয়েবসাইট
সার্চ ইন্জিন অপটিমাইজেশন- এসইও নলেজ
আমার মতে ব্লগিং একটি ব্যবসায়। অন্য সকল ব্যবসায়ে অনেক পরিমাণ মূলধনের প্রয়োজন থাকলেও, ব্লগিংএ আপনার মূলধন হলো, আপনার জ্ঞান, দক্ষতা আর শ্রম। শুধুমাত্র আপনার ব্লগ ওয়েবসাইটটি তৈরি জন্য আপনার খুবই সামান্য টাকা বিনিয়োগ করতে হবে। ১৫০০ থেকে ৩০০০ টাকার মধ্যে আপনি একটি ভাল ওয়েবসাইট তৈরি করিয়ে নিতে পারবেন।
গুগলের ফ্রি ব্লগিং প্ল্যাটফর্ম blogger.com (ফ্রি মেথড)
আপনি Google এর জনপ্রিয় ফ্রি ব্লগিং সেবা blogger.com থেকে তৎক্ষনাৎ একটি ব্লগ বানাতে পারবেন। এখানে আপনাকে, কোন মাসিক বা বাৎসরিক ফি দিতে হবেনা। এটি এখন পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে। তবে আপনাকে আপনার ব্লগের টপিক অনুসারে একটি ডোমেইন নেইম কিনতে হবে। জনপ্রিয় ডোমেইন নেইম গুলো হচ্ছে, .COM, .NET, .ORG ইত্যাদি। এরকম একটি ডোমেইন এর দাম ৮০০ থেকে ১২০০ টাকা।
ওয়ার্ডপ্রেস- WordPress.org (পেইড মেথড)
ওয়ার্ডপ্রেস হলো সারা বিশ্বের সবচাইতে সহজ, বিনামূল্যের একটি ব্লগিং ও কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওয়ার্ডপ্রেস দিয়ে একটি ব্লগ সাইট তৈরি করতে, ওয়েব হোস্টিং বা ওয়েব সার্ভার প্রয়োজন হয়। এখানে আপনার ব্যয় হবে মোট ৩ টিঃ
ডোমেইন- ৮০০ থেকে ১০০০ টাকা
হোস্টিং- ১০০০ থেকে ১৫০০ টাকা (শেয়ার্ড হোস্টিং- নুন্যতম খরচ)
এক্সপার্ট- ২০০০ টাকা।
যদি আপনার শিখে কিছু করার ধৈর্য্য থাকে, আপনি নিজেই নুন্যতম খরচে (১৫০০-২০০০ টাকা) প্রফেশনাল একটি ব্লগ তৈরি করতে পারবেন।
ব্লগিংয়ে সবচেয়ে সুবিধাজনক ব্যপার হচ্ছে, এখানে আপনাকে সবকিছু শিখে শুরু করতে হবে এমন নয়। আপনি শুরু করার পর, লিখতে লিখতে শিখতে পারবেন। ধৈর্য্য ধারণ করে লেগে থাকলে সফলতা অবশ্যই আসবে।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০২২ দুপুর ২:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




