সেই ক্লাস টু-থ্রি থেকেই প্রায়-ই মাইকিং শুনতাম..." ক্রীড়াই শক্তি, ক্রীড়া-ই আনন্দ "।
বুঝতে পারলেন না! আমি ফুটবল/ক্রিকেট টুর্ণামেন্টের কথাই বলছিলাম। চিত্তবিনোদনের জন্যে আমরা খেলাধূলা দেখায় অভ্যস্ত হলেও খেলার খুটি নাটি বিষয়গুলো সম্পর্কে এক প্রকার অনবগত থেকে যাই। তাই জনপ্রিয় খেলাগুলোর খুটি নাটি বিষয় গুলো সম্পর্কে জানতে আমার অনেক আগ্রহ ছিল। সে আগ্রহ থেকেই কিছু তথ্য পেয়েছি। ভালো কিছু পেলেই আমি ব্লগ পরিবারে শেয়ার করি। অনুসন্ধিৎসু অনেক ব্লগার রয়েছেন, যাঁদের জন্য আজকের পোস্ট।
*** ফুটবল ***
মাঠ : দৈর্ঘ্য- প্রায় ৯১ মিটার হতে ১১৯ মিটার এবং প্রস্খ প্রায় ৪৬ মিটার হতে ৯১ মিটার।
গোলপোস্ট : দু'পোস্টের মধ্যে ব্যবধান প্রায় ৭ মিটার এবং মাটি থেকে প্রায় ২ মিটার উঁচু বার।
খেলোয়াড় : প্রতি দলে ১১ জন।
বল : পরিধি প্রায় ৬৯ হতে ৭১ সে.মি.।
খেলার সময় : ৯০ মিনিট (সর্বাধিক)।
***ক্রিকেট***
মাঠ : গোলাকার অথবা ডিম্বাকৃতি।
পিচ : লম্বা ২০ মিটার এবং চওড়া ২.৬৪ মিটার।
স্ট্যামস্ (উইকেট) : উচ্চতা- মাটি থেকে প্রায় ৭২ সে.মি. এবং চওড়া প্রায় ২৩ সে.মি.।
ব্যাট : লম্বা প্রায় ৯৭ সে.মি. এবং চওড়া প্রায় ১১ সে.মি.।
বল : পরিধি ২২/২৩ সে.মি এবং ওজন ৪.৫ আউন্স হতে ৫.৭৫ আউন্স।
খেলোয়াড় : প্রতি দলে ১১ জন।
***হকি***
মাঠ : দৈর্ঘ্য প্রায় ৯১ মিটার এবং প্রস্থ প্রায় ৫০ মিটার হতে প্রায় ৫৫ মিটার।
গোল পোস্ট : পোস্টের ব্যবধান প্রায় ৩.৬৬ মিটার এবং মাটি হতে প্রায় ২ মিটার উচ্চে ক্রসবার।
বল : পরিধি প্রায় ২২ সে.মি.হতে ২৪ সে.মি. এবং ওজন ৫.৫০ আউন্স হতে ৫.৭৫ আউন্স।
খেলার সময় : ৩৫ মিনিট করে মোট ৭০ মিনিট খেলা হয়। তবে ড্র হলে অতিরিক্ত সময় দেয়া হয়।
খেলোয়াড় : প্রতি দলে ১১ জন।
আপনার কোন তথ্য থাকলে প্লিজ শেয়ার করুন। এড করব ইনশাআল্লাহ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




