(১)
নতুন ম্যাডাম ক্লাস নিতে এসেছে, ম্যাডামের প্রথম ক্লাস পিচ্চিদের সাথে। বর্তমান যুগের পিচ্চি পোলাপাইনদের সামলানো একটু কঠিন এটা সবার জানা।
পোলাপান ক্লাসে শব্দ করছে দেখে ম্যাডাম ওদেরকে থামতে বলে, তারপরও তারা থামে না, তখন ম্যাডাম বললো: শোনো, আমি কিন্তু এমনিতে খুবি নরম, কিন্তু একবার উত্তেজিত হলে আবার অনেক শক্ত। হাজার চেষ্টা করেও আমার মন নরম করতে পারবে না।
ক্লাসের মাঝে একটা পিচ্চি উঠে দাড়িয়ে বলে: ম্যাডাম, তাহলে তো আপনি আমার ছোট্ট নরম পাখির মতন।
(২)
ক্লাস ওয়ানের অংক ক্লাস নিতে যেয়ে ম্যাডাম ক্লাসের সবচেয়ে পিচ্চি ছেলেটিকে ডেকে বলে: সানি, বলতো, একটি দেওয়ালের উপর পাঁচটি পাখি বসে আছে, গুলি করার পর, ২ টা পাখি গুলিবিদ্ধ হয়ে নিচে পড়ে গেলো, কয়টি পাখি থাকলো?
সানি: একটাও না ম্যাডাম।
ম্যাডাম: কিভাবে?
সানি: গুলির শব্দ শুনে বাকি পাখিগুলো উড়ে যাবে।
ম্যাডাম: সঠিক উত্তর হলো; ৩ টা পাখি থাকবে, কিন্তু তোমার চিন্তা করার ধরণ আমার খুবই পছন্দ হয়েছে।
এবার সানির পালা,
সানি: ম্যাডাম আপনাকে একটা ধাঁধাঁ জিজ্ঞাসা করতে পারি?
ম্যাডাম: ওহ সিউর। করো।
সানি: ৩ জন মেয়ে পাশাপাশি বসে আইসক্রিম খাচ্ছে। ১ম জন কামড়ে কামড়ে খাচ্ছে, ২য় জন চেটেচেটে খাচ্ছে, ৩য় জন একবার মুখে ঢুকায় আবার বের করে আবার ঢুকায় আবার বের করে, এভাবে খাচ্ছে। বলুনতো ওদের মাঝে কে বিবাহিতা?
ম্যাডাম হেসে ফেলে, লজ্জায় একটু ইতস্তত, তারপরো বলে: ৩য় জন।
সানি: সঠিক উত্তর হলো; ওদের মাঝে যে বিয়ের-আংটি পরে আছে সে, কিন্তু আপনার চিন্তা করার ধরণ আমার খুবই পছন্দ হয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


