দীনেশ দাস: আওয়ামী লীগের রক্তের স্রোতধারায় (ব্লাড স্ট্রিম) গোলমাল আছে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, এই দলটি যখনই ক্ষমতায় আসে তখনই জনগণ ভীত হয়ে পড়ে। এবারো তার ব্যতিক্রম হয়নি। ক্ষমকায় এসেই তুচ্ছ কারণে প্রতিপক্ষের ওপর মামলা দেয়া তাদের এক নম্বর অগ্রাধিকারে পরিণত হয়েছে।
গত বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে হিউম্যান রাইটস্ স্টাডিজ ডটকম আয়োজিত ‘রিমান্ড, হুলিয়া ও রাজনৈতিক সহিংসতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মওদুদ আহমদ সরকারকে সংবিধান ও মানবাধিকার লঙ্ঘনকারী হিসেবে অভিহিত করে বলেন, দেশে রিমান্ড, হুলিয়া ও রাজনৈতিক সহিংসতা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। বিচার বিভাগ পৃথককরণ কাজে আসেনি দাবি করে তিনি বলেন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি প্রশাসনের নিয়ন্ত্রণেই কাজ করছে। বর্তমান সরকারের ভেতরে অনেকগুলো সরকার কাজ করছে মন্তব্য করে তিনি বলেন, সরকার যতই ব্যর্থ হচ্ছে ততই স্বৈরাচারী হয়ে উঠছে। আওয়ামী লীগ সরকার আর কখনো ক্ষমতায় আসতে পারবে না বলেও তিনি ভবিষ্যদ্বাণী করেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




