আমিতো ভুলতেই চাই, আমায়, তোমায়, সময়-
সব; কোন গল্প ছিল এই ভেবে।
ফেলে এসেছি পিছনে, আর ফেরা হবেনা।
মনের ক্যানভাসে আঁকা ছবি গুলোই
শুধু মোছা যায়নি।
আমি বাস্তবতার মুখোমুখি
ক্লান্ত, দীর্ঘশ্বাস, ঘামে ভেজা শরীরের গন্ধ
ভুলে গেছি তোমার দেহের চন্দনের সুবাস।
ছিঁড়ে গেছে সে মালা, লাগিয়ে দেয়া বোতাম,
ভেঙে গেছে পুতুল, অযত্নে পড়ে থাকা-
শূন্য খালি ডায়েরি;
শুধু নষ্ট হয়ে যায়নি-
বুকে মুখ লুকিয়ে রাখা শেষ বিকেলের গল্প;
কিভাবে ভুলব? যে স্পর্শ মিশে দিয়েছ
প্রতিটি রক্ত কণায়
এ বিষ দহন বড় যন্ত্রনা দেয়...
০৮/১০/২০১৬
আদিল মাহবুব
হাজী মুহম্মদ মুহসীন হল, ঢা.বি
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



