জীবনটা বৈচিত্রময়, হয়ত নয়
এর পরিবর্তন পরিবর্ধন হয়
শেকলে বন্দী তোমার আমার ক্ষণ
এই চক্রের বাইরে নয়
কতটুক সময় আছে তোমার আমার
একসাথে এই জীর্ণ মাটিতে
একটু রঙিন করার প্রচেষ্টায়
সে সময় পুরোটাই চলে যায় এক পলকে
বৃষ্টিরা ঝরে যায়, এক বর্ষা থেকে আরেক বর্ষায়
দুজনে ভিজে চলি হাত জড়িয়ে
তবু চেনা হয়না, তবু অজানা থেকে যায় দুটো হৃদয়
আজ এই অনন্তে
আমি চিনতে চাই তোমায়
বৈচিত্র অথবা রঙের প্রয়োজন নেই
সে হবেখন, একবার তুমি হও আমার!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



