অধরাই রয়ে গেল আমার তোমার ওই মন
অধরাই ওই তোমার সাথে সময় যাপন
আমার এই বামন হাত কি যেতে পারে দূর
ওই চাঁদ সুতো কাটা বুড়ির কাছে চাইতে তোমার নূর
এই খোলা প্রান্তরে রোদ্দুর খেলা করছে তোমার ওপর
আমি দূরে, এই দূরত্বের অসুর তোমার আমার ভেতর
কথামালা আমার তোমার তরেই, তবু শোনাবো সে কোথায়
অধরাই রয়ে গেল তোমার আমার যাপিত জীবন! হায়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



