গাজায় হামলার ঘটনায় ইসরায়েলি ইহুদিদের সঙ্গে বিএনপির যোগাযোগ থাকতে পারে বলে সন্দেহ পোষণ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সাবেক বনমন্ত্রী ড. হাছান মাহমুদ - এই রিপোর্ট বাংলা মেইল ২৪ -এর।

ওরে বন থেকে সরাইলো কেডা? হাছান সাহেব তো বরাবরই তাজ্জব সব থিওরী দিয়া মাইনষেরে একই সাথে হাসতে এবং কানতে বাধ্য করেন।
মনে আছে, এই লোকই কিন্তু কাপ্তাইয়ে আফ্রিকান জলহস্তী চাষ করার প্রস্তাব দিসিলো? বিন্দুমাত্র কোন বিদ্যা বুদ্ধি ছাড়া এই হাছান যদি লাইফে মন্ত্রী হইতে পারে, তাহলে তেলাপোকাও অ্যাম্বিশন থাকলে পাখি হইতে পারবে।
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৪ রাত ১:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



