রাস্তার এবং ঘরে থাকা ভদ্রবেশের পতিতাদের নিয়ে শুনা, দেখা বা নিজের কিছু প্রচন্ড ব্যক্তিগত অভিজ্ঞতা যথা সম্ভব হুবুহু উগরে দিব এই সিরিজে। সব বাস্তব চরীত্রের ছদ্ম নাম দিয়েছি। বর্ণনায় এডাল্ট কনটেন্ট থাকতে পারে।
২.
নিশি কর্মী
.
২০০৮। তখন বাসা ছিলো সামরিক জাদুঘরের পাশে। রাতে খাওয়ার পর নিয়মিতই হাঁটতে বের হই এক কাজিন সহ। এমনই এক রাতে জাদুঘরের সামনে ফুটপাথের থামে বসে আড্ডা দিচ্ছিলাম। একটু বেশি রাত হয়ে গিয়েছিলো, প্রায় বারোটা পার।
.
হঠাৎ এক মহিলা এসে বললো – ”আপনারা একটু দূরে সরে গিয়ে বসেন। আমরা কাজ করমু।"
.
ভাবলাম সিটি কর্পোরেশান রাতের বেলা যে রাস্তা পরিচর্যা করে সেই কাজ। কিন্তু তার গায়ে হলুদ এপ্রন নেই। তাকিয়ে দেখি তার পেছনে একটু দূরেই আরো দুজন মহিলা আর তিন চারটা রিক্সাওয়ালা শ্রেনীর লুঙ্গীপরা লোক ইতস্ততভাবে দাঁড়িয়ে আছে। কেমন যেন সন্দেহ হলো। ধমকের সুরে জিজ্ঞেস করলাম -কি কাজ?” প্রথমে একটু অবাক হলো, চকিতে সামলে নিয়ে মুচকি একটা হাসি দিয়ে মহিলা বললো –”ও! আপনারা বুঝেননা কি কাম! দূরে গিয়া বন যান।” আমার কাজিন বললো-’যাও তো, বিরক্ত করবানা, আমরা সরবোনা।” মহিলা ক্ষেপে গেলো, বললো-”ঠিক আছে, আপনারা তাইলে বইয়া থান। আমরা কাম করি। বইয়া বইয়া দেহেন।” বলেই ফুটপাতে পাড়ে জাদুঘরের দেয়াল ঘেঁসা একটা বড় গাছের আড়ালে সরলো। গিয়ে সে মনে হলো কাপড় খোলার চেষ্টা করতে ছিলো।
.
অকল্পনীয়, অবিশ্বাস্য ঘটনাটায় আমরা দুজনই স্তম্ভিত হয়ে হঠাৎ যেন নড়াচাড়ারও শক্তি হারিয়ে ফেললাম। পাথরের মত নির্বাক বসে রইলাম। এর মাঝে বুঝলাম ছেলে গুলার দল ঐ জায়গায় কিছু করতে রাজি না। টাকা নিয়েও তাদের বনিবনা হচ্ছিলোনা।
.
সৌভাগ্যবসত, আমাদের মাফ করে দিয়ে তারা চলে গেলো। আমরা উঠেই হন হন করে বাসার দিকে ছুট দিলাম। তখন দেখি, ঐ দলটা বিজয় স্মরণী মোড়ে ফুলের দোকানের প্লাষ্টিকের বড় ছাপড়ার পেছনে ঢুকতেছে।
.
এর পর থেকে আমাদের রাতের বেলা শখের ঘোরাফেরাটা বন্ধ হয়ে গেলো। কখনো ঘুরতে বেরুলেও পাড়ার বাইরে আর অত রাতে যাইনি।
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৪৯