মৃতরা আবার জীবিত হয় কিভাবে
এরকম লেজারাস সিনড্রোম এর কেস গুলো নিয়ে যখন এক জন ট্যাফোফোবিয়ায় আক্রান্ত মানুষ ঘাঁটাঘাঁটি করবে তখন তার এই ফোবিয়া কতটা তীব্র হবে সেটা ভাবার বিষয়। এই ফোবিয়ায় আক্রান্ত মানুষ ভাবে যে তার কাছের লোকজন ভুল করে মৃত ভেবে তাকে জীবন্ত কবর, না হয় পুড়িয়ে দিবে। তারা নিজেকে লেজারাস ভাবে, আর আশা করে একজন জেসাস তাদের জাগিয়ে তুলবে।
.
৬০ থেকে ৬৫ টি ঘটনার মধ্যে সর্বউচ্চ ছয় ঘন্টার লেজারাস সিন্ড্রোম এর উদহারনটি হয় ২০১৯ সালের নভেম্বরে।
ব্রিটন অউডরি নামের ব্রিটিশ ভদ্র মহিলা ইস্টার্ন স্পেন এ জামাই সহ হাইকিঙ করছিলেন। সেখানে তুষার ঝড়ে পরে তীব্র ঠান্ডায় হাইপোথারমিয়ায় আক্রান্ত হয়ে হার্টফেইল করে বসেন। জামাই মি. স্কিউম্যান তার হার্ট, নার্ভ, নিশ্বাস পরিক্ষা করে বুঝেন যে অউডরি মারা গেছেন। এর ঘন্টা দুয়েট পর ইমার্জেন্সি টিম তাদের উদ্ধার করে হসপিটালে নেয়। সেখানে ডক্টর এ্যাডওয়ার্ড আর্গুডো হাইপোথারমিয়ায় হার্ট এ্যাটাক হয়েছে জেনে সুদূরের হলেও একটা আশা দেখেন। আর ঘন্টা চারেক অতি উন্নত যন্ত্রপাতি নিয়ে ঐতিহাসিক যুদ্ধ করার পরে ব্রিটন অউডরি এর শরীরে আবার প্রানের চীহ্ন নিয়ে আসেন।
রেয়ার কিছু ক্ষেত্রে CPR সাথে সাথে কাজ না করে হার্টবন্ধ হওয়ার কিছু পরে রেসপন্স করে বিট ফেরত আনে। আর তখনই আপাত মৃত মানুষটি আবার জীবিত হয়ে উঠে। সাধারণত এটা কিছুক্ষণ এর জন্যেই হয়।
.
লেজারাস নামটা বাইবেল থেকে নেয়া।
"আমিই পুন:রুত্থান এবং জীবন। যারা বিশ্বাসী তারাই বেঁচে থাকবে, এমনকি মরার পরেও। এবং যারা বেঁচে আছে আমার উপর বিশ্বাস নিয়ে তারা কখনোই মারা যাবে না। তুমি কি এটা বিশ্বাস করো?" (New Testament, Gospel of John 11:25)। নিজের বন্ধু লেজারাসকে কবর দেয়ার চার দিন পর পুনরায় জীবনে ফিরিয়ে আনার আগে জেসাস লেজারাস এর বোন মার্থাকে এই প্রশ্ন করেন। মার্থা নিজেকে বিশ্বাসি দাবি করেন। তখন জেসাস কবর থেকে লেজারাসকে উঠে আসতে বলেন। লেজারাস পুন:জীবন পেয়ে উঠে আসেন।
.
প্রতিটা মহা কিতাব এ বলা মহা মহা ঘটনা গুলো দৃশ্যত পরাবাস্তব মনে হলেও মূলত জটিল কোন বিদ্যার মহা বাস্তব অস্তিত্বেরই ইঙ্গিত দেয়।
.
#Afnan_Abdullah
12.25.2021