
প্রিয় সহব্লগারবৃন্দ!
সামহোয়ার ইন ব্লগের জন্মদিনে সারা বিশ্বের ব্লগারদের জানাই আন্তরিক শুভেচ্ছা। যেমনটা কিনা আপনারা জানেন, আগামী ১৯ ডিসেম্বর তথা বাংলা ব্লগ দিবস উপলক্ষে আমরা সহব্লগারদের মতামতের ভিত্তিতে ডিসেম্বর ২১, ২০১৮ তারিখে 'মানবিক বাংলাদেশ গঠনে ব্লগ' প্রতিপাদ্যকে সামনে রেখে ব্লগারদের একটা গেট টুগেদারের আয়োজন করতে যাচ্ছি। সেই উপলক্ষে গত ১৩ ডিসেম্বর, ২০১৯ তারিখে ধানমন্ডিতে আমরা কতিপয় ব্লগার একত্রিত হয়ে আমাদের প্রয়োজনীয় পরিকল্পনা প্রনয়ন করতে সমর্থ্য হয়েছি।

সুপ্রিয় সুহৃদ!
ব্লগ দিবস উদযাপন কিংবা গেট টুগেদার আমাদের একার কোন প্রোগ্রাম নয়। এই ব্লগটা যেমন আমাদের, তেমনি প্রোগ্রামটাও আমাদের। একমাত্র সকলের অংশগ্রহন-ই পারে আমাদের এই মিলন মেলাকে স্বার্থক এবং সাফল্য মন্ডিত করতে। তাই আমি সকল ব্লগারদের অনুরোধ করব উক্ত গেট টুগেদারে অংশগ্রহন করে বাংলা ব্লগ কমিউনিটিকে আরো শক্তিশালী এবং ব্লগারগনের মধ্যকার সম্প্রীতিকে আরো দৃঢ় করতে ভূমিকা রাখতে।
অনুষ্ঠান বিশদঃ
ব্লগ দিবস উদযাপন
প্রতিপাদ্য বিষয় মানবিক বাংলাদশে গঠনে ব্লগ
স্থানঃ সংস্কৃতি বিকাশ কেন্দ্র, পরীবাগ, ঢাকা
তারিখঃ ডিসেম্বর ২১, ২০১৮
সময় বিকাল ৩টা
অনুষ্ঠানসূচীঃ
০৩-০০ সূচনা
০৩-১০ জাতীয় সংগীত
০৩-১৫ স্বাগত বক্তব্য
০৩-২০ সামহ্যোয়ার ইন ব্লগ জানা আপার বক্তব্য
০৩-৩৫ পরিচয় পর্বের সূচনা
০৪-১৫ প্রতিপাদ্য বিষয় নিয়ে অতিথি/বিশেষ অতিথির বক্তব্য
০৪-৪৫ ব্লগারদের গান/কবিতা/গল্প পাঠ/অনুভুতি প্রকাশ
০৫-৩০ আসন্ন মানবিক কার্যক্রম/ শীতার্তদের সহায়তা/বইমেলায় আড্ডা ইত্যাদি নিয়ে আলোচনা
০৬-০০ সেলফি/ ছবি/ গ্রুপ ছবি তোলা পর্ব
০৬-২০ রিফ্রেশমেন্ট
০৬-৩০ সমাপনী বক্তব্য
০৬-৩৫ বিদায়
ভেন্যুঃ সংস্কৃতি বিকাশ কেন্দ্র, ১/ই/১, মাজার গলি, পরীবাগ, ঢাকা।

সিলেটের গেট টুগেদারের খবরাখবর এখানে
চট্টগ্রামে যারা গেট টুগেদারে অংশগ্রহন করতে চান তারা এখানে দেখুন
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



