শৈশবে শুনেছিলাম মায়ের কাছে,
'চৈতালি' নামে তাঁর এক 'সই পাতা' আছে ।
মা-বাবা হারা মায়ের ছোট্ট বেলায়,
‘সই’ এর সাথে ভাব ছিল পুতুল খেলায় ।
মান-অভিমানে ছিল কতোনা ব্যথা,
প্রাণখুলে বলতো তাঁর মনের কথা ।
বারমাসে তেরো পাবন দু'সই এর বাড়ি,
‘ঈদ-পুঁজোয়’ আসা-যাওয়া ছিলনা ‘আড়ি’ ।
স্কুল-কলেজেতে শৈশবে আরও,
‘পবিত্র’-‘যামিনী’ বন্ধু প্রিয় আমারও ।
বাপ-চাচা- ভাই- পাড়া-পড়শি অসীম,
স্মৃতিতে ভাসে আজো বন্ধু প্রতিম ।
স্ত্রী-পুত্র- কণ্যারও রক্ত নালিকায়,
ফোন-ফেসবুকে থাকে ‘প্রিয় তালিকায়’ ।
এ এক অটুট বন্ধন যা- ‘বিনা তারের’,
মনে পড়ে প্রিয় মুখ 'দীনেশ' স্যারের ।
‘হিন্দু - মুসলমান’- বাঙালি আমরা সবাই,
একবৃন্তে দু’টি ফুল মিলে ভাইভাই ।
বাংলার মাটি -পানি -আলো আর বায়ু,
স্রষ্টার সেরা দানে সমান আয়ু ।
আম-পাবলিক মাঝে মাঝে করি ‘কাঁদাকাঁদি’-
সুবিধাটা নেয় শুধু ‘সুবিধাবাদি’...!!
=================
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০২১ রাত ১১:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




