
পানি সম্পদ মন্ত্রণালয়ের তথ্যে আরও হতাশা জনক তথ্য দেওয়া হয়েছে সেখানে লেখা হয়েছে ‘‘ কালনী নদী সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নে পুরাতন সুরমা থেকে উৎপন্ন হয়ে সুনামগঞ্জ জেলার শুল্লা উপজেলার হাবিবপুর ইউনিয়নে চামতি নদীতে পতিত হয়েছে। হতাশার কথা পানি সম্পদ মন্ত্রণালয়ের শুল্লা উপজেলা কোথায় পেলেনে তা একটি প্রশ্ন । এই নদীর পানি প্রবাহের পরিমাণ সহ অন্যান্য কোন তথ্য দেওয়া হয়নি! অন্যান্য বইয়ের তথ্যের সাথেও এই তথ্যে অনেক গরমিল আছে।
সুনামগঞ্জ জেলা নিয়ে যে কয়েকটি বই আমি সংগ্রহ করতে পেরেছি সেই বইগুলোতেও নদী নিয়ে তেমন কোন তথ্য পাইনি। আসলে প্রকৃতি তথ্য পেতে অনেক হিমসিম খেতে হচ্ছে। কমে যাচ্ছে কাজের গতি। সঠিক তথ্যের ঘাটতি থাকায় সিলেট পিডিয়া একক প্রচেষ্টায় কাজ চালিয়ে যাওয়া শুধু কঠিন নয় অসম্ভব মনে হচ্ছে

সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



