শেখ মুজিবের ভাষণ পোস্ট দিয়ে আপামর জন সাধারণ কে রাস্তায় নামাইসেন। খোদ সার্জিস একনলেজ করসে 80% ছাত্রলীগ আপনাদের আন্দোলনে সাথে ছিল। রাস্তায় ছিল।
এমন কি আমি নিজে আমার কলিগ কে বলসিলাম এই ছাত্র জনতা খারাপ কিছু করবেনা।
ক্ষমতা হাতে নিয়ে 71 থেকে শুরু করে শেখ মুজিব, এহেন কোন বিষয় নাই ত্যানা প্যাচান নাই।
আমারা মুক্তিযুদ্ধের সমর্থক, এদেশের 90 ভাগ সাপোর্টার ও তাই।
আপনি এই অমিমাংসিত বিষয় গুলো নিয়ে ত্যানা না প্যাচালে আপনারা আজকে অপ্রাসঙ্গিক হইতেন না। উল্টা আমাদের পাশে পাইতেন।
জুলাই এর ই মতন 71 এবং শেখ মুজিব কে ধারণ করলে আজকে আমরা আপনাদের সমর্থন করতাম।
কারণ 18 থেকেই চাইতাম শেখ পরিবার আর রাজনীতিতে না থাকুক।
তবে আজ বুঝতে পারসি, ভুল ছিলাম।
এই দেশে মুক্তিযুদ্ধের ধারণের একাই লীগের ওপর ই দায় পড়সে।
আজকে জুম্মার পরেও আপনাদের সভায় চেয়ার খালি থাকে 95%।
শিখেন, শেখার শেষ নাই। এই দেশে মুক্তিযুদ্ধ বিহীন রাজনীতির আশ্রয় নাই।
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


