শফিকুল আলম তার পোস্টে বলেছেন, আওয়ামী লীগ ফেরত আসলে জেনেভা ক্যাম্পের বিহারী দের কে নাকি মুক্তিযোদ্ধারা নির্যাতন করেছে একই ভাবে নির্যাতন শফিকুল আলম তথা লাল বিপ্লবী দের ও করা হবে৷ তার পোস্টে তিনি এটা লিখেছেন৷
এতেই বোঝা যায় শফিকুল আলম রা কারা৷
উর্দু ভাষী বিহারী রা ৭১ এ কি করেছে তা আমরা সবাই জানি৷ আমাদের মা বোন দের সম্ভ্রম হানী, বেয়োনেট দিয়ে খুচিয়ে গোপনাঙ্গ কেটে ফেলা, থেকে এহেন কোন কাজ নাই তারা করেন নাই৷
বিহারী রা আমাদের জহির রায়হান তার ভাই এবং ৪০ সেনা কে শুধু মিরপুরে স্বাধীনতার পরে শহীদ করেছে৷
এখন এই শফিকুল আলম কেন এই বিহারী দের জন্য মায়া কান্না দেখাচ্ছে এটা বোঝার জন্য বেশী বুদ্ধির অধিকারী হতে হয় না৷
শফিকুল আলম রাজাকার আল বদর দের ধারণ করেন।

সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


