মনে রাখবেন 15 আগস্টে এর আগের দিন 14 আগস্ট হাসনাত আর সার্জিস শিবির দের নিয়ে একটা সভায় বলসিলো 15 আগস্ট যারা 32 নাম্বারে আসবে তাদের পা ভেঙ্গে দেবে ।
এভাবে হাসনাত, সার্জিস, রিফাত, নাহিদ,নুসরাত, আসিফেরা এই নিরিহ লোকটাকে 32 নাম্বারের সামনে পেয়ে সবুজ প্লাস্টিকের পাইপ দিয়ে প্রহার করে। 2 সপ্তাহ পরে ভাইটার মৃত্য হয়।
দেখেন ইউনুস সরকার এই কান্ড নিয়ে এখনো কাউতে গ্রেপ্তার করে নাই। তবে জাতিসংঘ তদন্ত রিপোর্টে এইটা উঠে আসছে।
স্বাধীন দেশের কোন মিডিয়ায় এইটা নিয়ে নিউজ হয় নাই। সোজা কথায় সোর্স নাই। এভাবেই শত শত হ** ত্যা কান্ড সোর্স গায়েব হচ্ছে। নিউজ হচ্ছে না একটা সময় বিচার ও হবেনা।
তবে লীগের ও সমস্য আছে তারা তাদের শহীদ ভাইদের ভুলে যায়। ট্রেন্ডে উঠাইতে জানেনা। বিচার কি আর পাবে তারা।
ভাবা যায় স্বাধীন দেশে আপনি ওপনে 15 আগস্টে কেউ 32 নাম্বারে আসলে পা ভেঙ্গে দেবেন। আবার মানুষ হত্যা করবেন।
আবার অন্য কে গণহত্যা কারী বলবেন।
এবং একটা সরকার সব কিছু চেয়ে দেখবে আর হাসবে।

UN Report Source
break the legs
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


