
তারা যে সর্বহারা, হোমলেস দের ঘৃণা করে তা বোঝাই যায়। আমার পাগল ভাই তোফাজ্জল এর কথা মনে পড়লে আমার ফৃুপিয়ে কান্না আসে। ওরা জানতো তোফাজ্জল পাগল, একটা কারণ লাগতো টর্চার করার জন্য। তোফাজ্জল কে আরও অনেক আগে থেকেই পুরো দেশ চিনতো। মনে আছে একটা ছেলে আধা আধা ইংরেজী বলে সবাইকে হাসাচ্ছিলো সেই ছেলেটাই তোফাজ্জল। এখন সমাজের এই অবহেলিতো, অসহায় দের ঢাবির সহ্য হচ্ছে না। বাদাম বিক্রেতা থেকে মাদক বিক্রেতা সে যেই হউক যেই পরিচয় ই হউক তাদের রোষানলের শিকার হচ্ছে।
এই রোষানলের প্রথম শিকার আমার পাগল ভাই তোফাজ্জল।
যার জন্য কোন সেলেব্রেটি কথা বলেনা।
কোন সিলেক্টিভ মানবতা বাদীরা তার জন্য লেখে না।
এই সিলেক্টিভ মানবতা বাদীদের ই আমার তোফাজ্জল ভাই বেচে থাকতে ভালোবেসে সেলুট দিয়েছিলো।
আপনাদের সেলুট হে মানবতার ঝান্ডাধারী।
Kalbela
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৫:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


