
আড্ডারত দুইজন, বাম পাশের খুঁটির মাথায় কাক রয়েছে আমার পানে তাকিয়ে।

পরন্ত বিকালে ঘাটে যাত্রীর অপেক্ষায় লঞ্চগুলো।

বিআইডব্লিটিএর অফিস ভবন।

এক টুকরীর মূলধন, মূলধন বিকিয়ে জীবনের চাহিদার পূরণের প্রতিক্ষায়।

সন্ধ্যার পর লঞ্ঝ ঘাটে যাত্রীর অপেক্ষায় লঞ্ঝগুলো।

সুরভী ভাবীদের যে লঞ্ঝ আছে আগে জানলে বিনে পয়সা ভ্রমণ করতে পারতাম।

চৌধুরীর হাট। ব্লগে "চৌধুরী" কে আছে?

এটি মীরের হাট। যাবার সময় দেখি পল্টুন নাই। ফেরত আসার সময় দেখলাম নতুন পল্টুন।

ফেলে আসা নদীর বাঁক। তখনো সূর্য পূর্ণ উঠে নাই।

সূর্য উঠার পূর্বেই একটি প্যানোরমিক ছবি তোলার চেষ্ঠা।

অবশেষে তার বদন দেখা গেলো।

বিভিন্ন সময়ের সূর্যের বিচিত্র রুপ।















আজকে এই পর্যন্ত। বিদায়।
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




