সারা পৃথিবী বিএনপিকে বলেছিল একটি দলকে ছাড়তে , কিন্তু বিএনপি ছাড়ে নাই । তবে শেষমেশ ইউরোপ আমেরিকার আশ্বাসে তাদেরকে ছেড়েছিল। কিন্তু এখন আবার সেই দলের সাথে হরদম মরদম সম্পর্ক । অথচ বিএনপি জানেই না আগামী ৫ - ১০ বছরের মধ্যে সেই দল বিএনপিকে ক্যানসারের চাইতে দ্রুত খেয়ে ফেলবে , কারণ তারা ৫ বছর থেকে বৃদ্ধ পর্যন্ত লোককে ধর্মের নামে ব্রেন ওয়াশ করে ।
বৈষম্য বিরোধী ছাত্ররা মনে মনে ভাবছে , আমরা দেশকে ইউরোপের চাইতে সুখী দেশ বানাবো , যেখানে সব লোকের সমান অধিকার থাকবে । অথচ তারা কিছু লোকের দ্বারা ব্যবহার হয়ে এদেশকে ধর্মান্ধ বানাতে চলছে । অথচ হক সুফিগন কখনোই রাষ্ট্রকে ধর্মান্ধ বানাননি ।
দেশ যেভাবে মৌলবাদীদের হাতে যাচ্ছে , আমি মনে করি - সেখানে ভারতের সরকার বা ভারতের বিরোধী দল কেউই তা হতে দিবে না , তারা আবার আওয়ামিলীগকে দিয়ে কোনো বিপ্লব হয়তো ঘটাতে পারে । যেটা মোটা বুদ্ধির বিএনপি বুঝতেই পারবে না । সরকার এবং বিএনপি জাতীয় পার্টিকে শত্রু মনে করছে , অথচ জাতীয় পার্টি হলো তাদের প্রধান শুভাকাঙ্ক্ষী । ছাত্র জনতা গর্দভের মতো জাতীয় পার্টিকে ধ্বংস করতে চাইছে ।
প্রিয় শান্তিকামী দেশবাসী বিএনপি ধ্বংস হতে পারে , কিন্তু আওয়ামীলীগ কখনোই ধ্বংস হবে না । অথচ সরকার ও সরকার পক্ষের দলেরা আওয়ামীলীগ ধ্বংস করতে চাইছে , যা অলীক কল্পনা । শান্তিকামী মানুদের উচিত এদেশ থেকে শান্তি প্রিয় দেশে চলে যাওয়া , তাছাড়া কোনো উপায় দেখছি না ।
( মোঃ জাহাঙ্গীর আলম আকন্দ ) ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



