বাংলাদেশ নিয়ে আমি বড়ো স্বপ্ন দেখি না , দেখা উচিতও না । প্রিয় এনসিপি তোমরাও বড়ো স্বপ্ন দেখতে যেয়ো না । কারণ যে দেশে অধিকাংশ মানুষ পরিবারতন্ত্র মেনে চলে , সে দেশে আর যাই হোক, বড়ো স্বপ্ন দেখা অন্যায় । বর্তমান বাংলাদেশে বিএনপিই শেষ ভরসা , কিন্তু দুর্ভাগ্য হলো বিএনপির ভিতরেই গনতন্ত্র নেই , বরং আছে স্বৈরতন্ত্র । বিএনপি যতোই বলুক ভালো দেশ চালাবো , কিন্তু বাস্তবতা হলো , বিএনপি স্বৈরাচার হবে ।
বাংলাদেশে যারা পূর্ণ মাত্রার গনতন্ত্র চায় এবং ইউরোপের মতো সভ্যতা চায় , তারা ছোটো ছোটো দল । আমি তাদেরকে বলবো, তোমরা মানুষকে বলো - আমরা ক্ষমতায় গেলে , দলের মধ্যে ১০ বছরের মধ্যে পূর্ণ গনতন্ত্র চর্চা করবো এবং কখনোই পরিবারতন্ত্র বা দুইবারের বেশি প্রধানমন্ত্রী করবো না । ধীরে ধীরে এটা মানুষকে বুঝাও । আর সবচাইতে বড়ো দায়িত্ব হলো বিএনপির সাথে জোট করে নির্বাচন করা এবং বিএনপিকে সর্বদা সর্বোচ্চ চাপে রাখা ও ভালো সমালোচনা করা । যাতে তারা ক্ষমতায় গিয়ে স্বৈরাচার হতে না পারে ।
দুঃখজনক হলেও সত্যি , বর্তমান বাংলাদেশে একটা বৃহৎ জনগোষ্ঠী গনতন্ত্রকে অন্যায় মনে করে , এদেরকে ঠেকাতে হবে । আর এদেরকে ঠেকানোর জন্যই বিএনপিকে দরকার । তাই বলছি বিএনপিকে চাপেও রাখতে হবে , আবার নির্বাচনী জোটও গড়তে হবে । আমার অবাক লাগে যারা বাংলাদেশ চায়নি এবং মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিলো ও মুক্তিযুদ্ধের বিরোধী পক্ষ ছিলো , তারা এই স্বাধীন দেশে কিভাবে রাজনীতি করে ।
প্রিয় গনতন্ত্রকামী মানুষ এই দেশ বড়ো স্বপ্ন দেখো না , বরং ছোটো ছোটো স্বপ্ন দেখো । আর মহান আল্লাহর নিকট ভবিষ্যতের জন্য পূর্ণ গনতান্ত্রিক বাংলাদেশ চাও , তবেই কর্মপন্থা ও উদ্দেশ্য খুঁজে পাবে ইনশাআল্লাহ । আশার বাণী হলো যখনই বাংলাদেশ বড়ো সংকটে পড়ে , তখনই ছাত্র জনতা মহান আল্লাহর ইচ্ছায় বাংলাদেশকে রক্ষা করে । আমি প্রার্থনা করি ভবিষ্যৎ বাংলাদেশ সুন্দর বাংলাদেশ হবে এবং সবাই যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে ইনশাআল্লাহ ।
( মোঃ জাহাঙ্গীর আলম আকন্দ ) ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


