আজ তোমরা আমায় ধিক্কার দিচ্ছ ,কারন আমি নষ্ট ছেলে ।
সে দিন কোথায় ছিলে তোমরা ,
যে দিন একাকিত্তের যন্ত্রণায় এ পথে এসেছিলাম ?
সে দিন কেন বাঁধা দাওনি, যে দিন বন্ধুরা বলেছিল
দোস্ত টেস্ট কর , সব জ্বালা ভুলে যাবি
তখন তো আমার ঘুম পারাতে আস নি , যখন গভির রাতে
পাসের ঘরে ঝগড়ার শব্দ শুনে একা কেঁদেছি
সে দিন কোথায় ছিল তোমাদের সমাজ ,
যে দিন বাবার পায়ে ধরে বলেছিলাম ,বাবা বাবা
মাকে আটকাও , আমি যে মাকে ছাড়া থাকতে পারব না
আজ তোমরা আমার খারাপ রেজাল্ট এর কথা তুলছ
কোথায় ছিলে তোমরা ?যে দিন রাত জেগে বসে ছিলাম ,
রেজাল্ট কার্ড নিয়ে ,বলব মা দেখ আমি ফার্স্ট হয়েছি
অথচ শুনেছি ," এত রাত জেগে বসে আছ কেন ?
খেয়ে ঘুমিএ যাও, আমরা খেয়ে এসেছি ।
কোথায় ছিলে তোমরা যে দিন ক্রিকেট ম্যাচ জিতে এসে
নিজেই নিজেকে অভিনন্দন দিএছি ,
সে দিন, যে দিন চার দেয়ালের বদ্ধ ঘরে
একলা কথা বলেছি , নিজের প্রতিবিম্বের সাথে
তখন আমার সাথী ছিল শুধুই একাকীত্ব
আজ তোমাদের সমাজ আমাকে গ্রহন করবে না
কারন আমি নষ্ট ছেলে, ...।।
আজ এতদিন পরেও শুধু আমায় ধিক্কার ই দিএ গেলে
কখনো ভালবেসে চোখের অশ্রু মুছে দিলে না
শোধরানোর পথ টা দেখিয়ে দিলে না

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



