মহান সামহোয়ারইন ব্লগকে ধন্যবাদ। হঠাৎ ব্লগ খুলে আমি অবাক! নিজেকে জেনারেল এর র্যাংক পরিহিত চিহ্নধারী দেখে ভয় পেয়েও পরে সামলে নিলাম। কারন, এখন আমার অনেক কাজ। জেনারেল এর দায়িত্ব বলে কথা! সবাই দোয়া করবেন যেন, আমার জেনারেল এর দায়িত্ব যথাযথ ও সুচারুভাবে পালন করে যেতে পারি।
জেনারেল হিসেবে আমার দায়িত্ব পালনে আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করি। ইচ্ছা আছে খুব শীঘ্রই আপনাদের আশীর্বাদে ফিল্ড মার্শাল এবং সর্বশেষ মার্শাল পদবী ধারন করেই ব্লগের তীর্থভূমিতে পদচারনা অব্যহত রাখবো।
সবাই ভালো থাকবেন। দোয়া করবেন। সবার জন্য শুভকামনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




